ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা

প্রকাশিত: ১১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

বায়ু দূষণে ফের শীর্ষে ঢাকা

ফাইল ছবি।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩০ নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর ’ অবস্থায় ছিল। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া একই সময়ে একিউআই স্কোর ২০০ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের শহর চেংডু। ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৮৫ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৮৩ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তাইওয়ানের কাওশিয়াং। ১৮৩ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে চীনের উহান এবং ১৬৯ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। 

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এমএম

×