ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালকে নিয়ে বই লিখলেন স্কুলছাত্রী শিফা

প্রকাশিত: ২১:৪৯, ১০ ডিসেম্বর ২০২৩; আপডেট: ২২:৩৭, ১১ ডিসেম্বর ২০২৩

বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালকে নিয়ে বই লিখলেন স্কুলছাত্রী শিফা

‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’ বইটি।

এক কিংবদন্তী নারী ক্রীড়াবিদের নাম সুলতানা কামাল খুকী, যিনি স্বাধীনতার আগে ও পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন নারী ক্রীড়াবিদের অন্যতম পথিকৃৎ। নারীদের খেলাধুলায় আগ্রহী করতে কাউন্সেলিংও করতেন তিনি। অদম্য সুলতানা কামালের অর্জনের খাতায় ছিল বিদেশের মাটিতে দেশের হয়ে প্রথম পদক জয়। 

ক্রীড়া জীবনের সঙ্গে শিক্ষাজীবনেও সফল ছিলেন সুলতানা কামাল খুকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি। ১৯৭৫ সালের ১৪ জুলাই সুলতানা কামাল খুকী বিবাহবন্ধনে আবদ্ধ হোন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সঙ্গে। কিন্তু ১৫ আগস্ট সেই কালরাতে বিয়ের মাস যেতে না যেতেই ঘাতকের বুলেটে নির্মমভাবে মৃত্যুবরণ করেন তিনি। আজ তার ৭১তম জন্মবার্ষিকী। ১৯৫২ এর ১০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সুলতানা কামাল খুকীর মৃত্যুর ৪৮ বছর পর প্রকাশিত হয়েছে তাকে নিয়ে লেখা প্রথম বই ‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’। এই বইয়ে উঠে এসেছে তার সম্পূর্ণ জীবনকাহিনী। বইটির লেখক সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও খুদে প্রোগ্রামার আরাবী বিনতে শফিক শিফা। এটি তার লেখা তৃতীয় বই। বইটি প্রকাশিত হয়েছে পাঠকপ্রিয় জ্ঞানকোষ প্রকাশনী থেকে। গত ২৯ আগস্ট বাংলা একাডেমিতে বইটির মোড়ক উন্মোচন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলা অ্যাকাডেমির সভাপতি ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এবং বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা। 

পড়াশোনার সঙ্গে লেখালেখি ও প্রোগ্রামিং-এ দারুণ পারদর্শী আরাবী বিনতে শফিক শিফা। এরই মধ্যে নির্মাণ করেছেন দুটি অ্যাপ- ‘এক পলকে শেখ হাসিনা’ ও ‘অদম্য শেখ রাসেল’। এসব অ্যাপের আলোকে লিখেছে বইও। উন্নতমানের কাগজ, বাংলা ও ইংরেজিতে ভীষণ নান্দনিক উপস্থাপনা বইগুলোতে শিফার নির্মাণ করা ‘অদম্য শেখ রাসেল’ অ্যাপটি শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রথম অ্যাপ। অ্যাপটি আইসিটি ডিভিশনের অ্যাকাউন্টে গুগল ‘প্লে স্টোরে’ রয়েছে। আইসিটি খাতে অবদান রাখায় মেধাবী শিফা অর্জন করেছে বিভিন্ন পুরস্কার। শিফার মা কামরুন্নাহার লাকী এবং বাবা প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। শিফা তাদের একমাত্র সন্তান। 

‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’ বইটি নিয়ে আপনার অনুভূতি প্রকাশ করে শিফা বলেন, শিফা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময়ই দুর্দম্য সুলতানা কামাল খুকী বইটি লেখার কাজ শুরু করে প্রায় একবছর ধরে গবেষণা, সুলতানা কামাল খুকীর পরিবার ও পরিচিতদের কাছ থেকে সাক্ষাৎকার গ্রহণ করার পর প্রকাশিত হয়। বইটি লিখে সত্যি আমি আনন্দিত। বইটি সব বয়সী পাঠকরা পড়তে পারবেন এবং বইটির মাধ্যমে সুলতানা কামাল খুকীর আদর্শ জীবনের আলোকে নিজেকে গড়ে তুলতে পারবে। বিশেষ করে নারী অ্যাথলেটদের জন্যও বইটি অনুপ্রেরণার বাতিঘর। 

যাদের আলোয় আলোকিত জীবন 

অল্প বয়সেই সাফল্য অর্জন বিষয়ে শিফা বলেন, আমি প্রথমেই উল্লেখ করতে চাই আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আঙ্কেলের কথা। উনিই আমাকে আবিষ্কার করেছেন। আমি মনে করি, পলক আঙ্কেল ও প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন আপার মতো অভিভাবক যে দেশে আছেন, সেখানে আমার মতো আরও শিফারাও উনাদের আলোয় আলোকিত হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা

শিফা জানান, তার জীবনের সবচেয়ে বড় লক্ষ সবসময় মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখা। প্রোগ্রামিং শেখার একটি অ্যাপ নির্মাণ করার ইচ্ছে আছে, তার যে অ্যাপটির মাধ্যমে সব বয়সীরা প্রোগ্রামিং শিখতে পারবে বিনামূল্যে এবং জলবায়ু পরিবর্তন নিয়েও একটি অ্যাপ নির্মাণ ও বই লেখার ইচ্ছে আছে। লেখালেখি আর প্রোগ্রামিং তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ, ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি নিয়ে পড়তে চান। 

অবসর সময়ে কী করতে পছন্দ? জানতে চাইলে শিফা বলেন, বই, পত্রিকা পড়ি। কখনও কখনও মা-বাবাসহ সিনেমা দেখতে পছন্দ করি। তাছাড়া মা-বাবার সঙ্গে দেশে ও দেশের বাহিরে ভ্রমণ করা আমার পছন্দ।

শিফার নির্মাণ করা 'অদম্য শেখ রাসেল' অ্যাপটি শেখ রাসেলকে নিয়ে নির্মিত প্রথম অ্যাপ। এটি গুগল প্লে স্টোরে আইসিটি ডিভিশনের একাউন্টে পাওয়া যাচ্ছে। তাছাড়া শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষ্যে 'অদম্য শেখ রাসেল' অ্যাপের আলোকে প্রকাশিত হয়েছে 'অদম্য শেখ রাসেল-Indomitable Sheikh Russel' বই। এ বইটিরও মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

আইসিটি খাতে অবদান রাখায় শিফা অর্জন করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে পুরস্কার, আইসিটি ডিভিশনের পুরস্কার।

এম হাসান

×