ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

শীতকালে ব্রণ কেন হয়?

প্রকাশিত: ১২:৫৭, ২০ ডিসেম্বর ২০২৪

শীতকালে ব্রণ কেন হয়?

ছবিঃ সংগৃহীত

শীতে কারো কারো ব্রণের সমস্যা বেড়ে যায়। তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষদেরও প্রায়ই ঠাণ্ডা আবহাওয়ায় ব্রণের সমস্যায় পড়তে হয়।  তৈলাক্ত ত্বকের পাশাপাশি শুষ্ক ত্বকের মানুষের সমস্যা বেড়ে যায় এবং ব্রণ ও ব্রণ দেখা দিতে শুরু করে।
শীতকালে ব্রণ কেন হয়

শীতকালে ত্বকে সিবামের উৎপাদন বেড়ে যায় এবং ত্বকের কোষগুলো একসঙ্গে লেগে থাকে। যার কারণে ছিদ্রগুলো আটকে যেতে শুরু করে এবং আরো ব্রণ এবং ব্রণ দেখা দিতে শুরু করে।

এমন পরিস্থিতিতে ব্রণের এই সমস্যাটি কীভাবে মোকাবেলা করবেন তা জানা জরুরি।
১।বারবার হাত দিয়ে মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন.

২।ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করুন এবং ময়শ্চারাইজডের পাশাপাশি হাইড্রেটেড রাখুন।

৩।শীতকালে হিটার, ব্লোয়ার, গরম পানি দিয়ে মুখ ধোয়ার কারণে ত্বক হাইড্রেশন হারাতে শুরু করে। তাই ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করুন।

জাফরান

×