ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

শীতকালে নিজ বাড়িতে যে ফুল গাছগুলো লাগাতে পারেন...

প্রকাশিত: ১৫:২৬, ৬ নভেম্বর ২০২৪

শীতকালে নিজ বাড়িতে যে ফুল গাছগুলো লাগাতে পারেন...

বাড়িতে রঙিন ফুল

শীতে নিজ বাড়িতে রঙিন ফুলে ভরে উঠুক, সেটাই চাইছেন মনে মনে? তবে কোন ফুল গাছের চারা লাগাবেন বুঝতে পারছেন না? রইল কয়েকটি পরামর্শ ..


পিটুনিয়া

শীতের দেশের ফুল হলেও পিটুনিয়া এখন উপযুক্ত তদারকিতে এ দেশের আবহাওয়াতেও ফুটিয়ে তোলা সম্ভব। নানা রঙের এক ঝাঁক পেটুনিয়া শুধু যে আপনার বারান্দা বা ছাদের ধারকে আকর্ষণীয় করে তুলবে, তা ই নয়, মন ভাল রাখতেও এই ফুলের জুড়ি মেলা ভার।

অর্কিড

অর্কিড এখন কলকাতার ফুলপ্রেমী মানুষের কাছে বিশেষ আকর্ষণের। এবং শীতকালে রংবেরঙের অর্কিড আপনার বাগানকে উজ্জ্বল করে রাখতে পারে। শুধু দরকার অল্প একটু দেখাশোনার। শীতের মাসগুলিতে বেশির ভাগ অর্কিডই তাদের বৃদ্ধিকে শ্লথ করে দেয়, এমনকি সুপ্ত অবস্থায়ও চলে যায়। তাই প্রতি সপ্তাহে জল দেওয়ার পরিবর্তে শীতকালে প্রতি ১০ দিন অন্তর অর্কিডগুলিকে জল দেওয়াই ভাল।

গাঁদাফুল

এই গাঁদাফুল বাগানে রাখা কিন্তু মোটেই সহজ নয়। তবে কলকাতা শহরে যাঁরা ফুলের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং ফুলগাছের যত্ন করতে পারেন, নিজের ছাদবাগানে বা বারান্দায় তাঁরা লাগিয়ে ফেলতেই পারেন হলুদ, কমলা, সাদা বিভিন্ন রঙের গাঁদা ফুল।

টুম্পা

×