
.
সময়ের পালাবদলে ফ্যাশনে এসেছে ব্যাপক পরিবর্তন। বিশেষ করে ছেলেদের ফ্যাশনবল প্যান্টে আসছে নতুনত্বের ছোঁয়া। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্ম বেছে নিচ্ছে আরামদায়ক প্যান্ট। ক্রেতাদের চাহিদার কথা বিবেচনা করা ডিজাইনাররা চেষ্টা করছেন নিত্যনতুন ডিজাইন আনতে। ফ্যাশন বলতে নিজেকে কতটা সুন্দরভাবে নতুনত্বের ছোঁয়ায় উপস্থাপন করা যায় তাই। আর পোশাক থেকে শুরু করে বাহ্যিক সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে পিছিয়ে নেই ছেলেরাও। এখন খুব সহজেই সেরা ডিজাইনের আকর্ষণীয় ও ফ্যাশনেবল ছেলেদের প্যান্ট ও ট্রাউজার হাতের নাগালেই পাওয়া যাচ্ছে।
ছেলেদের ফরমাল প্যান্ট থেকে শুরু করে জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, চিনো প্যান্ট, ট্রাউজার প্যান্টসহ তরুনদের জন্য সকল প্রকার স্টাইলিশ প্যান্ট খুব সহজেই পাওয়া যায়। ডিজিটাল বাংলাদেশে এখন ছেলেদের নানা ধরনের পোশাক অনলাইনের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারা দেশজুড়ে।
বর্তমান সময়ে শুধুমাত্র মেয়েরাই ফ্যাশন সচেতন নন। ছেলেরাও বেশ ফ্যাশন সচেতন হয়ে উঠেছেন। এছাড়া রঙেও রয়েছে ভিন্নতা। তবে ফ্যাশন সচেতন তরুণ বলতে এটা বুঝায় না যে, তারা ব্র্যান্ডের পোশাক ছাড়া কাপড় এবং ব্র্যান্ডের এক্সেসরিজ যেমন ব্র্যান্ডের ঘড়ি বা বাটা কেডস জুতা বাদে কিছু ব্যবহার করেন না অথবা করতে চান না। একটু বুদ্ধি খাটিয়ে হাতের কাছে পাওয়া নানা জিনিস এবং কম খরচেও অনেক ফ্যাশনেবল হয়ে ওঠা যায়। তাই পয়সা খরচ করে নয়, বরং মাথা খাটিয়ে ফ্যাশনেবল হয়ে উঠতে পারেন অনায়াসেই। ছেলেদের প্যান্ট ও ট্রাউজার ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। নরমাল থেকে শুরু করে বিভিন্ন সেরা ব্র্যান্ডের বাহারি ডিজাইনের প্যান্ট ও ট্রাউজার এখন দেশেই পাওয়া যায়।
একটা সময় জিন্স মানেই ছিল অনেক মোটা কাপড় আর শীতের সময়ে আরামদায়ক কোন পোশাক। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে ছেলেদের জিন্স প্যান্ট -এর ধারণা। যেহেতু তরুণরা দিনের অনেকটা সময় বাইরে থাকে, তাই তাদের আরামের কথা ভেবেই বর্তমানে জিন্সের প্যান্ট তৈরি করা হয়। এসব জিন্স প্যান্ট অনেক পাতলা ও নরম কাপড়ের হওয়ায় ডেনিম জিনস এর জনপ্রিয়তা অনেক বেড়েছে। রং ও সুতার ব্যবহারে এখন মাথায় রাখা হয় ঋতু। তাই শীত-গ্রীষ্ম সব সময়ই জিন্স কাপড়ের প্যান্ট বেশ আরামদায়ক। আজকাল ফ্যাশন ট্রেন্ডে মূলত হালকা কাপড়ের জিন্সই চলছে বেশি। এছাড়া ন্যারো কাটের প্যান্টগুলোও চলছে। কেউ কেউ আবার স্কিন ফিটিং জিন্স পছন্দ করে থাকেন। তবে মধ্য বয়স্ক অনেক মানুষের স্লিম ফিট জিন্স প্যান্ট বেশি পছন্দের। বর্তমানে ডেনিম জিন্স প্যান্টের ডিজাইন দেখে অনেকেই ভুল করে ভেবে নিতে পারে হয়তো প্যান্ট ছিড়ে গিয়েছে বা ফেসে গেছে। কিন্তু ডিজাইনাররা ভিন্ন লুক আনতে এসব প্যাটার্ণ দিয়ে প্যান্টে এনেছে অন্যরকম সৌন্দর্য। কিছুদিন পূর্বে অনেক পকেটের ফুলপ্যান্ট পরার খুব প্রচলন ছিল তরুনদের মধ্যে। এখন সেই ফুলপ্যান্ট থেকে হাফপ্যান্টসহ এসেছে নানা নকম বৈচিত্র্য।
ফ্যাশন প্রতিবেদক