
ছবি: সংগৃহীত।
ত্বক নিয়ে কেনা উদ্বিগ্ন? কড়া রোদে কারণে সানবার্ন কিংবা বাইরের ধূলাবালিতে প্রতিদিনই ত্বক ও চুলের অনেকটাই ক্ষতিসাধন হয়। এর থেকে রক্ষা পেতে মানুষ শরণাপন্ন হয় বিভিন্ন কসমেটিক্স সামগ্রীর যার বেশিরভাগই কৃত্রিম রাসায়নিক পদার্থ। যার ফলে ত্বকের উপকার না হয়ে বরং ক্ষতির ভাগটাই বেশি হয়। এই সমস্যার পরিত্রাণ নিয়েই হাজির হেয়েছেন পার্লিয়া হারবাল-এর স্বত্বাধিকারী আনিকা তাহসিন সাদিয়া। সম্পূর্ণ ভেষজ উপাদানে তৈরি সবরকম স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্টস্।
পার্লিয়া হারবাল প্রতিষ্ঠার আগে আনিকা তাহসিন নামিদামি সব প্রতিষ্ঠানের বিভিন্ন দ্বায়িত্বশীল পদে কর্মরত ছিলেন। এমনকি তিনি বিশ্বখ্যাত মাল্টিন্যাশনাল কোম্পানি ইউনিলিভারে অপারেশনাল ম্যানেজার এবং স্কিন কেয়ার ট্রেইনার পদে দ্বায়িত্ব পালন করেছেন। এখানে থাকাকালীন সময়ই স্কিন এবং হেয়ার কেয়ার নিয়ে তার কাজ করার আগ্রহ জন্মায়। এরপর বিশ্ব যখন কোভিড-১৯ এর লকডাউনে স্থবির তখন এই নবীন উদ্যোক্তা আত্মপ্রকাশ করেন।
ত্বক কিংবা চুলের যত্নে হারবাল উপকরণের পক্ষপাতি আনিকা তাহসিন। কিভাবে ঘরে বসেই পুরোপুরি প্রাকৃতিক উপাদান দিয়ে কিভাবে হারবাল কসমেটিক্স সামগ্রী তৈরি করা যায় তা নিয়ে ঘাটাঘাটি শুরু করেন এই উঠতি উদ্যোক্তা, করে ফেলেন বেশ কিছু কোর্স। বাংলাদেশের নির্ভরযোগ্য প্রায় সবগুলো ফেইসবুক পেইজ থেকে কসমেটিক্স বানানোর কোর্স করে এ বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন তিনি।
এছাড়াও নিউ দিল্লিতে একটি প্রতিষ্ঠানে অনলাইনে হারবাল কসমেটিকস মেকিং বিষয়ক একটি কোর্স করেছেন তিনি। খুব শীঘ্রই প্রফেশনাল পরীক্ষা নিয়ে ইন্টারন্যাশনাল হারবালিস্ট-এর খেতাব অর্জন করতে যাচ্ছেন এই উদ্যোক্তা।
পার্লিয়া হারবাল-এর বিশেষত্ব হলো, এর সবগুলো পণ্যই একেবারে ঘরোয়া পরিবেশে শতভাগ হারবাল উপাদান দিয়ে তৈরি। ত্বকের জন্য হারবাল ফেসপ্যাক , ফেস ওয়াশ , ফেস ক্রিম এমনকি চুলের জন্য হারবাল শ্যাম্পু , হারবাল প্যাক ইত্যাদি পণ্য পার্লিয়া হারবাল-এ পেয়ে যাবেন অনায়াসেই। পণ্যগুলো তৈরি থেকে প্যাকেটজাতকরণ খুবই যত্নের সাথে করা হয়। একইসাথে প্রতিদিন লাইভ এর মাধ্যমে আনিকা তাহসিন নিজে তার পণ্যের গুনাগুন সম্পর্কে ভোক্তাদের অবহিত করে থাকেন।
সম্পূর্ণ আইনানুকভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠান পার্লিয়া হারবাল বিগত ছয় বছর ধরে ভোক্তাদের কাছে বেশ আস্থার জায়গা তৈরি করে ফেলছে। এক পা দু পা করে পার্লিয়া হারবাল-এর ফেইসবুক পেইজ এখন এক লক্ষ ফলোয়ারের পরিবার। বর্তমানে দুই হাজারেরও বেশি ক্রেতা নিয়মিত পন্য ক্রয় করছেন পার্লিয়া হারবাল থেকে। তবে ব্যবহারকারীদের রাতারাতি ফল পাওয়া মানসিকতার কারনে হারবাল সমাধানের পণ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি করতে আনিকা তাহসিনকে বেশ প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। এই প্রতিকূল যাত্রায় আনিকা তাহসিন সবসময় পাশে পেয়েছেন তার জীবনসঙ্গীকে যিনি পেশাগতভাবে একজন আইনজীবী এবং একইসাথে একজন সফল ব্যবসায়ী।
ভবিষ্যতে আনিকা তাহসিন পার্লিয়া হারবালকে আরও সামনে এগিয়ে নেয়ার সাথে সাথে মানুষের রাসায়নিক কসমেটিক্সের ওপর অভ্যস্ততা সেটা কমিয়ে এনে হারবাল সামগ্রী নিয়ে সচেতনতা বৃদ্ধিতে বদ্ধপরিকর।
এমএম