ঢাকা, বাংলাদেশ   রোববার ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

হাতের শোভা

জান্নাতুল রুহানি

প্রকাশিত: ০০:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২২

হাতের শোভা

.

কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারিজুড়ি... আশা ভোষলের গাওয়া জনপ্রিয় এই গানে স্রোতারা আজও বিমুগ্ধচুড়ি বা বালা যে নামেই ডাকা হোক না কেন, বাঙালী নারীদের কাছে এর জনপ্রিয়তা যুগ থেকে যুগান্তর অবধি থাকবেদু হাতে একজোড়া চুড়ি পরা যেন ঐতিহ্যে পরিণত হয়েছেপ্রাচীন সভ্যতায় একটি বাক্য খুব প্রচলিত ছিল, বিবাহিত নারীরা চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হয়এসব কুসংস্কার হলেও বাঙালী নারীরা নিজেদের ভাল লাগাকে প্রাধান্য দিতেই বাক্যটি সত্য হিসেবেই মেনে নিয়েছেবিশেষ করে গ্রামাঞ্চলে এমন নারী খুঁজে পাওয়া ভার যার হাতে একজোড়া চুরি নেইটিনএজ থেকে বৃদ্ধা সবার হাতেই চুড়ি গহনাটিএটি নারীর সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণআর এর রয়েছে নানা রঙ-ঢঙকাপড়ের চুড়ি, কাঁচের চুড়ি, রুপার চুড়ি, স্বর্ণের চুড়ি আর কত নাম রয়েছে এই গহনারআজকাল টিনএজদের এক হাতে ঘরি ও অন্য হাতে চুড়ি পরতে দেখা যায়নানান রকম কারুকার্যম-িত সেই চুড়ি যেন হাতের শোভাকাঁচ, কাঠ, স্টোন, মাটি ও সুতা বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তৈরি হয় এই চুড়িএই গহনাটির জনপ্রিয়তা বরাবরই একইরকম তবে কাঁচের তৈরি চুড়ির জনপ্রিয়তা সবসময় বেশি থাকেশাড়ি কিংবা সালোয়ার-কামিজ যেকোন পোশাকেই বঙ্গ ললনারা হাত ভর্তি করে কাঁচের চুড়ি পরতে পছন্দ করেবাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার নারীদের ঐতিহ্যগত অলঙ্কার এই চুড়িবাংলাদেশের যেকোন মেলায় এক্সেসরিজ স্টলগুলো নারীদের পদচারণায় মুখরিত থাকেপাওয়া যায় চুড়ির টুংটাং আওয়াজচুড়ির প্রতি নারীর দুর্বলতা অতিতে যেমন ছিল আজও তেমনি আছেবিয়ের অনুষ্ঠানে নারীরা সাধারণত বেনারসি বা কাতান শাড়ি পরতে পছন্দ করেনআর এসব শাড়ি গায়ে জড়ালে অবশ্যই সোনার বালা বা মেটালের গোল্ডেন স্টোন বসানো ভারি চুড়ি পরতে পারেন

যা আপনার সাজকে পরিপূর্ণ করবেআবার এক হাতে অক্সিডাইজের চুড়ি পরতে পারেন সিল্কের শাড়ির সঙ্গেঅন্য হাতে ঘড়ি পরলে আপনার সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ

সব-পার্বণে যারা সালোয়ার-কামিজ পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেনতারা ওড়না ও সালোয়ারের সঙ্গে অথবা কামিজের রঙের সঙ্গে মিলিয়েও চুড়ি পরতে পারেনবর্তমানে টিনএজরা পাশ্চত্য পোশাকেই আরাম বোধ করেনআর এসব পোশাকেও চুড়ি খুবই মানাসই হয় যদি সঠিকভাবে বেছে নেওয়া যায়এক্ষেত্রে বেছে নিতে পারেন স্টাইলিশ সিলভার কালারের চুড়ি।  আবার চুড়ির মতোই দেখতে একটু চওড়া হয় যাকে আমরা ব্রেসলেট বলিযা তরুণদের কাছে খুবই জনপ্রিয়তরুণ থেকে যুবক অধিকাংশের হাতের কব্জিতেই দেখা যায় এই ব্রেসলেটএর মাধ্যমে তাদের আরও সুন্দর ও ফ্যাশনাবল লাগেআর তাদের প্রয়োজনীয়তার কথা ভেবেই এই ব্রেসলেটে আনা হয়েছে নানা ডিজাইন ও প্যাটার্নতাই একই রকম ব্রেসলেট পরে একঘেয়েমি না হয়ে মাঝে মধ্যে পরিবর্তন করে পরতে পারেনএতে নতুন করে ভাললাগা বাড়বেস্বর্ণ, রুপা ও তামা দিয়ে তৈরিসহ বিভিন্ন রকমের  ব্রেসলেট বেছে নিতে পারেনশপিংমলসহ রাস্তার বিভিন্ন জায়গায় বিক্রি করতে দেখা যায় ছেলেদের এই গহনা

×