ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে গুপ্তচর জাহাজ!

প্রকাশিত: ১২:২৭, ১১ এপ্রিল ২০২৪

বঙ্গোপসাগরে গুপ্তচর জাহাজ!

জাহাজ।

বঙ্গোপসাগরের মাঝে গত ১ মাস ধরে দাঁড়িয়ে আছে চীনের গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং ০১।  চীন এই জাহাজটি ব্যবহার করে ভারতের ওপর নজরদারি চালাচ্ছে বলে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বর্তমানে জাহাজটি আন্দামান থেকে ৬০০ মাইল দূরে বঙ্গোপসাগরের মাঝখানে নোঙর ফেলে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, ভারত মহাসাগর অঞ্চলে এখনও চীনের ৩টি জাহাজ আছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

গত ৭ মার্চের রাতে বঙ্গোপসাগরে প্রবেশ করেছিল চিনা গুপ্তচর জাহাজ জিয়াং ইয়াং হং ০১। বর্তমানে অপর একটি চিনা গুপ্তচর জাহাজ মালদ্বীপ থেকে ৩৫০ মাইল দূরে দাঁড়িয়ে আছে। এছাড়া একটি জাহাজ মরিশাসের কাছে আছে।

বিগত বছরগুলিতে শ্রীলঙ্কাকে বেস বানিয়ে চীনা গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে নজরদারি চালাত। এখন সেই জাহাজগুলোই পৌঁছে গিছে প্রতিবেশী দেশ মালদ্বীপে।

মালদ্বীপে চীনপন্থী মহম্মদ মুইজ্জু ক্ষমতায় থাকায় চাপ বাড়ছে ভারতে। এই আবহে দেশটির নৌসেনারা বেশ কড়া নজরদারি শুরু করেছে এই অঞ্চলে।

এসআর

×