বানজি ক্রিকেট।
নিউজিল্যান্ডে বাংলাদেশিদের জন্য ‘বানজি ক্রিকেট কাপ-২০২৩’ ইভেন্টের আয়োজন করেছে বানজি কমিউনিটি। আগামীকাল রবিবার (১০ ডিসেম্বর) দেশটির শহর অকল্যান্ডের রিভার্সডেল রিজার্ভে এটি অনুষ্ঠিত হবে।
এদিকে, এর পাশাপাশি আগামী ১৭ ডিসেম্বর বাংলাদেশ বিজয় দিবসের উদযাপনে ‘এওয়ার্ড নাইট’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে মাউন্ট রস্কিল হলে। বানজি এর সকল সদস্য এবং বাংলাদেশি সকলকে আমন্ত্রণ জানিয়েছে খেলোয়াড়দের উৎসাহিত করতে এবং বাংলাদেশের বিজয় দিবসও উদযাপন করতে।
এই ইভেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে। প্রতিটি দলে ১৫ জন খেলোয়াড় এবং একজন ম্যানেজার রয়েছেন। দলগুলো হলো:
গ্রুপ-এ
১. টিম ফেরারি
২. তামাকি ট্রুপার্স
৩. কিংসমেন
৪. টাউরাঙ্গা টাইটানস
গ্রুপ-বি
১. গ্লেডিএটরস
২. বাংলা রাইডার্স
৩. অকল্যান্ড বেঙ্গল টাইগার্স
৪. বাংলা বয়েস
গ্রুপ-সি
১. ইনভিনসিবল ফাইটারস
২. সাউথ অকল্যান্ড স্ট্রাইকার্স
৩. রনতুর্জ
৪. হ্যামিল্টন বেঙ্গল ওয়ারিয়ার্স
গ্রুপ-ডি
১. স্কাই ওয়ারিয়ার্স
২. বেঙ্গল ইউনাইটেড
৩. ফ্রেন্ডস ওয়ারিয়ার্স
৪. সাউদান স্কচার্স
এম হাসান