ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

উইসেলবার্গের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৭, ১১ জানুয়ারি ২০২৩

উইসেলবার্গের কারাদণ্ড

অ্যালেন উইসেলবার্গ

ট্যাক্স জালিয়াতির মামলায় অ্যালেন উইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি ট্রাম্প অরগানাইজেশনে দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বুধবার সাজা ঘোষণার পর উইসেলবার্গকে হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়। তাকে নিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড কারাগারে নিয়ে যাওয়া হবে। ওয়েইসেলবার্গকে তার কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে পাঁচ বছরের প্রবেশনও শেষ করতে হবে। -আলজাজিরা

আরো পড়ুন  

×