ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সমুদ্রে নৌকায় তিমির ধাক্কা, নিহত ৫

প্রকাশিত: ২০:০৭, ১০ সেপ্টেম্বর ২০২২

সমুদ্রে নৌকায় তিমির ধাক্কা, নিহত ৫

তিমির ধাক্কায় উল্টে গেল চার্ডার্ড নৌকা।

নিউজিল্যান্ডে শান্ত সমুদ্রে তিমির ধাক্কায় উল্টে যায় ২৮ ফুটের চার্টার্ড নৌকা। এ ঘটনায় পানিতে ডুবে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া অন্তত ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, নিউজিল্যান্ডের দ্বীপশহর কাইকউরায় ২৮ ফুটের একটি চার্টার্ড নৌকা নিয়ে সমুদ্রে নেমেছিলেন ১১ জন। শান্ত সমুদ্রে বোট চলছিল স্বাচ্ছন্দে। আচমকাই কেঁপে ওঠে নৌকাটি। এরপর উল্টে যায়। ডুবুরিরা পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে এক জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে ক্রাইস্টচার্চের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দেশটির পুলিশ ও বিশেষজ্ঞদের ধারণা, সম্ভবত একটি অতিকায় তিমি তলা থেকে নৌকাটিতে ধাক্কা মারে। আর তাতেই উল্টে যায় নৌকাটি। 

যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে হাম্পব্যাক তিমির আনাগোনা রয়েছে বলে জানিয়েছেন কাইকউরার মেয়র ক্রেগ ম্যাকলে। তবে এর আগে এমন ঘটনার কথা শোনা যায়নি বলেও জানিয়েছেন তিনি।

কাইকউরায় সমুদ্র অত্যন্ত গভীর। ফলে ওই এলাকায় তিমি, ডলফিনের দেখা মেলে। তা দেখতে প্রতি বছরই বহু পর্যটক আসেন। তবে সরাসরি নৌকায় ধাক্কা মারার মতো ঘটনা আগে কখনও ঘটেনি। 

এমএইচ

×