ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

ভারত রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ৪ আগস্ট ২০২৫

ভারত রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে!

ছবি: সংগৃহীত

ভারতের রাশিয়ার কাছ থেকে তেল কেনা নিয়ে এবার সরাসরি কড়া সমালোচনা করলেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার। তিনি বলেন, “ভারত কার্যত চীনের সঙ্গে পাল্লা দিয়ে রাশিয়ার যুদ্ধ অর্থায়নে সহায়তা করছে, এটা অবিশ্বাস্য!”

ফক্স নিউজের "Sunday Morning Futures"-এ বক্তব্য রাখতে গিয়ে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার বলেন, “ট্রাম্প খুব পরিষ্কারভাবে বলেছেন, রাশিয়ার যুদ্ধকে অর্থায়ন করা ভারতের পক্ষে গ্রহণযোগ্য নয়।”

মিলার অভিযোগ করেন, ভারত শুধু রাশিয়া থেকে তেল কিনেই নয়, মার্কিন পণ্যের ওপর বিপুল শুল্ক আরোপ করে এবং অভিবাসন ব্যবস্থাকে "প্রতারণা" করে যুক্তরাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করছে।

এদিকে ভারতের পক্ষ থেকে শনিবার (২ আগস্ট) জানানো হয়েছে, রাশিয়া থেকে তেল কেনা চলতেই থাকবে, কারণ এটি পুরোপুরি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি উভয় ধরণের রিফাইনারিগুলো তাদের সুবিধা অনুযায়ী উৎস নির্ধারণ করতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের এক জনসভায় বলে, “বিশ্ব অর্থনীতি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা এমন পণ্যই কিনব, যা ভারতীয়দের ঘামে তৈরি।”

মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করে। মিলার ইঙ্গিত দিয়েছেন, যদি ভারত রাশিয়ার সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যায়, তাহলে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিতে পারে হোয়াইট হাউস।

এই কড়া অবস্থান মার্কিন কৌশলের এক বিপরীত রূপ বলেই মনে করছেন বিশ্লেষকরা। এতদিন ভারতকে চীনের মোকাবেলায় কৌশলগত মিত্র হিসেবে বিবেচনা করত যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প এখন ভারতকে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন, যাতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ থামাতে বাধ্য করা যায়।

ভারতের রাশিয়ার প্রতি ঐতিহাসিক নির্ভরতা, BRICS জোটে সক্রিয়তা, এবং জ্বালানির ক্ষেত্রে বহুমুখী কৌশলের কথা বহুবার তুলে ধরেছে ভারত সরকার। তবে এবার ট্রাম্প প্রশাসনের বক্তব্যে স্পষ্ট হয়ে উঠছে, এই সম্পর্ক যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে চ্যালেঞ্জ হয়ে উঠছে।

মুমু ২

×