
ছবি: সংগৃহীত
আমেরিকার ক্যালিফোর্নিয়ার পাসাডেনা শহরের এক হাসপাতালে ঘটেছে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী ঘটনা। “Shriners for Children Medical Centre”-এ অস্ত্রোপচারের পর অচেতন অবস্থায় থাকা এক কিশোরীর পাশে এসে দাঁড়ায় একটি ছোট আকৃতির ঘোড়া, যার নাম ব্ল্যাক পার্ল। এটি কোনো সাধারণ ঘোড়া নয়, এটি Mini Therapy Horses নামের এক এনজিওর প্রশিক্ষিত থেরাপি হর্স। উদ্দেশ্য ছিল মেয়েটিকে ঘুম থেকে জাগানো এবং মানসিক স্বস্তি দেওয়া।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ব্ল্যাক পার্ল একটি ছোট কীবোর্ডে জোরে জোরে সুর তুলছে। ভিডিওতে মন্তব্য করে এক ব্যবহারকারী লেখেন, “এই থেরাপি হর্সটি অপারেশনের পর অচেতন শিশুদের জাগাতে যেভাবে পিয়ানো বাজাচ্ছে, দেখে আমি পাগল হয়ে যাচ্ছি!”
অনেকে আবেগঘন ও রসিকতা মেশানো মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, “আমি যদি এভাবে ঘুম থেকে উঠি, ভাবতাম আমি মারা গেছি এবং পরবর্তী জীবনে চলে এসেছি!” আরেকজন বলেন, “হ্যারি স্টাইলস না হোক, এমন একটা ঘোড়াই যথেষ্ট আমার ঘুম ভাঙানোর জন্য।”
এই থেরাপি হর্স প্রোগ্রামের পেছনে আছেন ভিক্টোরিয়া নডিফ-নেটানেল, যিনি ২০০৮ সাল থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হাসপাতাল, ট্রমা সেন্টার, আদালত, পুনর্বাসন কেন্দ্র ও দুর্যোগপূর্ণ এলাকায় প্রশিক্ষিত মিনিয়েচার ঘোড়া পাঠিয়ে আসছেন।
মুমু ২