
ছবিঃ সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, রাজশাহী মহানগর শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার জুমার নামাজের পর তাঁরা নগরীর সপুরা কবরস্থানে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের কবর জিয়ারত করেন এবং একই দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোরশেদুল ইসলাম। তিনি বলেন, “ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ছিলেন রাজশাহীর গর্ব। একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে শোকাভিভূত করেছে। তাঁর মতো একজন মেধাবী ও সাহসী পাইলটের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”
তিনি আরও বলেন, “শুধু তৌকির নন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, সেই সব শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্যও আমরা গভীর শোক প্রকাশ করছি।”
ছাত্র অধিকার পরিষদের নেতারা নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি নিহত শিক্ষক-শিক্ষিকাদের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করার জন্য সরকারের কাছে দাবি জানান।
মারিয়া