ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

জামালপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আজিজুর রহমান চৌধুরী, জামালপুর

প্রকাশিত: ১৯:৩৮, ২৫ জুলাই ২০২৫

জামালপুরে নারীসহ তিন মাদক ব্যবসায়ী আটক

জামালপুর সদর উপজেলার দিকপাইত ইউনিয়নে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় নারীসহ তিনজনকে আটক করা হয়েছে৷ 

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রাম থেকে গতকাল রাতে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন ওই গ্রামের বালাই, তার স্ত্রী মাধবী ও শাকিল৷ তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত।

জামালপুর সদর থানার উপ পরিদর্শক মোহেব্বুল্লাহ জানান, গতকাল রাতে গোপনে সংবাদের ভিত্তিতে দিগপাইত ইউনিয়নের হাটু ভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা সবাই এই মাদক বিক্রির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার রজু করে আদালতের পাঠানো হয়েছে।

 

রাজু

×