ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

কুমিল্লায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা 

প্রকাশিত: ১৯:৩৩, ২৫ জুলাই ২০২৫

কুমিল্লায় পৃথক ঘটনায় দুই যুবকের লাশ উদ্ধার

কুমিল্লায় পৃথক ঘটনায় ২ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) জেলার লাকসাম ও মুরাদনগর থানা পুলিশ লাশ দুটো উদ্ধার করে। 

জানা গেছে, লাকসাম উপজেলার  আজগরা ইউনিয়নের বড় রামপুরের মোসলেম মিয়ার মেঝ ছেলে হায়াতুন্নবীর (৩০) লাশ একটি ঝোপে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে লাকসাম থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যকান্ডের ঘটনায় লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা  বলেন, হায়াতুন্নবী নামে যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে, ফরেনসিক রিপোর্ট হাতে পেলে হত্যার কারন জানা যাবে। পুলিশের ধারনা হত্যাকান্ডটি একদিন পূর্বে ঘটেছে। নিহত ব্যক্তির চোঁখ দুটো উপড়ে ফেলেছে এবং নাকের অংশে আঘাতের চিহৃ রয়েছে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি ফেলে রেখেছে বলে স্থানীয়দের ধারনা। হত্যাকান্ডের ঘটনায় নিহত হায়াতুন্নবী পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় হত্যা মামলা হয়েছে।

এদিকে কুমিল্লা মুরাদনগর উপজেলার মাস্টারপাড়া এলাকায় গোমতির বেড়িবাঁধ সংলগ্ন একটি পুকুরের পাশে জঙ্গলে অজ্ঞাতনামা এক যুবকের (২৮) লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। মুরাদনগর থানার ওসি জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, অজ্ঞাত যুবকের লাশটির পাশে একটি অকোজো মোবাইল ফোন পাওয়া গেছে। পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে। পুলিশের ধারনা নিহত যুবক আত্মহত্যা করতে পারে।

 

রাজু

×