ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের অস্থিরতার পেছনে বাইডেন প্রশাসনের গোপন হাত—ফাঁস হওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

প্রকাশিত: ১৮:৪০, ২১ জুলাই ২০২৫; আপডেট: ১৮:৪১, ২১ জুলাই ২০২৫

ইসরায়েলের অস্থিরতার পেছনে বাইডেন প্রশাসনের গোপন হাত—ফাঁস হওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে সাবেক প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার জোট সরকারের বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন করা হতে পারে—এমন তথ্য পাওয়া গেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভসের বিচার ও বিদেশ বিষয়ক কমিটির তদন্তে।

গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে ছয়টি আমেরিকান ও ইসরায়েলি এনজিও থেকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুদানের নথি চাওয়া হয়। ২৬ মার্চ, কমিটির চেয়ারম্যানরা ওই এনজিওগুলোকে চিঠি পাঠিয়ে সরকারি অর্থায়নের তথ্য দাবি করেন।

এখন পর্যন্ত প্রায় ৩৮০টি নথি কমিটিতে জমা পড়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাইডেন প্রশাসন এমন গোষ্ঠীগুলোকে অর্থ দিয়েছে যারা সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলের বিচার সংস্কারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং সরকারের বিরুদ্ধে কাজ করেছে। এছাড়া, কিছু গোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকাভুক্ত গোষ্ঠীর সংযোগও পাওয়া গেছে।

তবে সব অর্থ সরাসরি বিরোধী কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কিনা তা প্রমাণিত হয়নি, তবে “অর্থের বহুমুখী ব্যবহার” ধরে এনে অন্যান্য কাজেও অর্থ ব্যয় করার সুযোগ হয়েছে।

কমিটির তদন্ত ২০২১-২০২৪ সালের বাইডেন প্রশাসনের সময়কালকে লক্ষ্য করে করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, “বাইডেন-হ্যারিস প্রশাসন করদাতাদের অর্থের অবহেলা ও অপব্যবহার করেছে, যা নেতানিয়াহু-বিরোধী গোষ্ঠী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করেছে।”

কমিটি সতর্ক করেছে, ফেডারেল অর্থের অপব্যবহার আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এবং কিছু ক্ষেত্রে আইনত অপরাধ হতে পারে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, প্রায় এক বিলিয়ন ডলার নেতানিয়াহু-বিরোধী গোষ্ঠীতে গেছে। নেতানিয়াহু বলছেন, বাইডেন প্রশাসন “গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অর্থায়ন করেছে,” যা ইসরায়েলের সমাজে বিভাজন বাড়িয়েছে।

নেতানিয়াহু ও তার জোট দাবি করেছেন, বিরোধী বিক্ষোভগুলো অক্টোবর ৭ তারিখের হামাসের হামলার পেছনে প্রভাব ফেলেছিল।

আবির

×