
ভারতের ওপর ইইউর নিষেধাজ্ঞা
ভারতের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার প্রতিষ্ঠান ভেদিনার অয়েল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস এ তথ্য নিশ্চিত করেন।
শুক্রবার (১৮ জুলাই) এক্সে পোস্ট করা এক বার্তায় কাজা কালাস বলেন, ‘আমরা ক্রেমলিনের যুদ্ধ বাজেটের মূলে আঘাত করতে চাই। সে জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে) আমাদের অবস্থান দৃঢ়।’
ভেদিনার অয়েল রিফাইনারি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভেদিনার নগরে অবস্থিত। ১৯৯৬ সালে ভারতীয় কোম্পানি নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই তেল শোধনাগার। এই শোধনাগারের ৪৯ দশমিক ১৩ শতাংশ শেয়ারের মালিক রোসনেফট।
ভেদিনার অয়েল রিফাইনারির পাশাপাশি রাশিয়া-ভারত তেল বাণিজ্যের ‘পতাকা নিবন্ধন’ বা ফ্ল্যাগ রেজিস্ট্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এই নিষেধাজ্ঞা জারির ফলে এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না।
২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পার রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেশটির তেলের ওপর নিষেধজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র ও ইইউ। এই দুপক্ষই ছিল রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা।
সূত্র : ফার্স্ট পোস্ট, দ্য প্রিন্ট
তাসমিম