ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে এক মাসে ৮০০টিরও বেশি ভূমিকম্প, বিজ্ঞানীরা যা বলছে 

প্রকাশিত: ১৪:০৪, ১৯ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে এক মাসে ৮০০টিরও বেশি ভূমিকম্প, বিজ্ঞানীরা যা বলছে 

যুক্তরাষ্ট্রে এক মাসে ৮০০টিরও বেশি ভূমিকম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্নেয়গিরি মাউন্ট রেইনিয়ারের নিচে গত ৩০ দিনে ৮০০টিরও বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইলের খবরে বলা হয়, জুলাই মাসে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে প্রায় ৪০০টি ভূমিকম্প। বিজ্ঞানীদের মতে, এমন ঘটনা একটি ‘ইনটেন্স সিসমিক সোয়ার্ম’ বা অত্যন্ত ঘন ভূকম্পনীয় দুর্যোগ।

এই বিশাল আগ্নেয়গিরিটি ওয়াশিংটনের সিয়াটল-টাকোমা মেট্রো এলাকার ওপর মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেখানে বাস করে ৩.৩ মিলিয়নের বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, একটি বড় অগ্ন্যুৎপাত হলে এখানকার জনজীবন ধ্বংস হয়ে যেতে পারে— মুহূর্তেই সবকিছু ধ্বংস করে দিতে পারে আগ্নেয়গিরির ছাই ও মারাত্মক লাভা।

রেইনিয়ার গত হাজার বছরের মধ্যে বড় কোনো অগ্ন্যুৎপাত ঘটায়নি, কিন্তু ভূমিকম্পের এই ব্যাপকতা আগ্নেয়গিরির অস্থিরতার ইঙ্গিত হতে পারে। সাধারণত এমন ভূকম্পন ঘটে, যখন আগ্নেয়গিরির নিচে থাকা ম্যাগমা উপরের দিকে উঠতে শুরু করে।

তাসমিম

আরো পড়ুন  

×