ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ভূঞাপুরে ১২০ মিটার সড়কের জন্য কয়েক গ্রামের মানুষের ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৪:২৭, ১৯ জুলাই ২০২৫

ভূঞাপুরে ১২০ মিটার সড়কের জন্য কয়েক গ্রামের মানুষের ভোগান্তি

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে ১২০ মিটার সড়কের বেহাল দশার কারণে কয়েক গ্রামের মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। বৃষ্টিতেই সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় যানচলাচল বন্ধ রয়েছে। এতে বেশি বিপাকে পড়েছে স্কুল-কলেজসহ মসজিদগামী মানুষজন ও মাদরাসার শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি হতে মাদারিয়া সড়কটির দীর্ঘদিনেও সংস্কার কাজ না হওয়ায় সেটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটির ১২০ মিটার অংশে এমন বেহাল দশার সৃষ্টি হয়েছে। এতে সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ওই সড়কটি দিয়ে হেঁটে যাওয়াই দুষ্কর হয়ে পড়েছে। স্থানীয়রা বারবার সড়কটি সংস্কারে মৌখিক ও লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার হয়নি। জনপ্রতিনিধিরাও সড়কটি সংস্কারে উদ্যোগ গ্রহণ না করায় এলাকার দুর্ভোগ কমেনি।

স্থানীয়রা জানান, ২০১৮ সালে মাইজবাড়ী অংশের ১২০ মিটার সড়ক আরসিসি ঢালাই দিয়ে কাজ করা হয়েছিল। তবে সড়কটি নির্মাণে সেসময় নিম্নমানের কাজ হওয়ায় কিছুদিন পরই ভেঙে যায়।

মাইজবাড়ী গ্রামের জুব্বার আলী বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু মাইজবাড়ী অংশের দুরবস্থার কারণে কেউ আর এই রাস্তা ব্যবহার করতে চায় না। প্রায় দুই কিলোমিটার ঘুরে টেপিবাড়ী হয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় যুবদল নেতা রঞ্জু মন্ডল বলেন, পাকা সড়কটির ১২০ মিটার অংশ দিয়ে এখন হেঁটে যাওয়াও কষ্টকর। এক কিলোমিটার সড়কের এই অংশটি সংস্কার না হওয়ায় পুরো রাস্তাটিই এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় ইউপি সদস্য খায়রুল ইসলাম বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সংস্কারের বারবার তাগিদ দিলেও তা কোনো কাজে আসছে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান বলেন, রাস্তাটি সম্পর্কে আমি অবগত নই। খোঁজখবর নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

শফিকুল ইসলাম শাহীন/রাকিব

×