ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

ইসরায়েল-সিরিয়া যুদ্ধবিরতি! নতুন ভূরাজনৈতিক সমীকরণে উত্তাল মধ্যপ্রাচ্য

প্রকাশিত: ১৩:৫২, ১৯ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫৭, ১৯ জুলাই ২০২৫

ইসরায়েল-সিরিয়া যুদ্ধবিরতি! নতুন ভূরাজনৈতিক সমীকরণে উত্তাল মধ্যপ্রাচ্য

ছবি: সংগৃহীত।

ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে- এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন দূত টম ব্যারাক। সুইদা প্রদেশে কয়েক দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর এ যুদ্ধবিরতির ঘোষণা আসে।

বুধবার ইসরায়েল রাজধানী দামেস্কে বিমান হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীকে আঘাত করে, তাদের সেখান থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার ড্রুজ সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে চায়, যারা লেবানন ও ইসরায়েলেও বসবাস করে।

মার্কিন দূত টম ব্যারাক এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে লেখেন, "আমরা ড্রুজ, বেদুইন ও সুন্নিদের অস্ত্র পরিহার করে অন্যান্য সংখ্যালঘুদের সঙ্গে মিলেমিশে একটি নতুন, ঐক্যবদ্ধ সিরীয় পরিচয় গড়ে তোলার আহ্বান জানাই।" তিনি জানান, যুদ্ধবিরতিতে তুরস্ক, জর্ডান ও প্রতিবেশী রাষ্ট্রগুলো সমর্থন জানিয়েছে।

শুক্রবার এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, আগামী ৪৮ ঘণ্টার জন্য ইসরায়েল সিরিয়ার নিরাপত্তা বাহিনীকে সুইদা অঞ্চলে সীমিত প্রবেশের অনুমতি দিয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায়, সংঘর্ষ থামাতে দক্ষিণে একটি বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে, যাতে রাজনৈতিক ও নিরাপত্তা পদক্ষেপের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানো যায়।

তবে সিরীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে ড্রুজদের ওপর সহিংসতার অভিযোগ উঠেছে এবং তাদের ইসরায়েলি হামলার শিকার হতে হয়েছে, যার পরেই তারা পিছু হটে।

ইসরায়েল এর আগেও সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েন মেনে নেয়নি। তবে চলমান অস্থিরতা মাথায় রেখে তারা অস্থায়ীভাবে প্রবেশের অনুমতি দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, "দক্ষিণ-পশ্চিম সিরিয়ার চলমান অস্থিতিশীলতার প্রেক্ষিতে ইসরায়েল ৪৮ ঘণ্টার জন্য সিরীয় অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে সুইদা জেলায় সীমিত প্রবেশের অনুমতি দিয়েছে।"

ইসরায়েল জানিয়েছে, তারা সুইদা অঞ্চলের ড্রুজ সম্প্রদায়কে সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যার আহ্বান উঠেছে তাদের নিজস্ব ড্রুজ সংখ্যালঘুদের পক্ষ থেকেও। শুক্রবার ভোররাতে ইসরায়েল আবারও সুইদায় হামলা চালায়।

যুক্তরাষ্ট্র আগেই সিরীয় সরকারি বাহিনী ও ড্রুজ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছিল। হোয়াইট হাউজ জানায়, এ যুদ্ধবিরতি এখন পর্যন্ত কার্যকর রয়েছে।

সিরীয় নেতা আহমেদ আল-শারাআ ইসরায়েলকে বিভাজনের ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করে বলেন, তার সরকার ড্রুজ সংখ্যালঘুদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সিরিয়ার দারা প্রদেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি বহর অবস্থান করতে দেখা গেছে। সূত্র জানায়, তারা সুইদায় প্রবেশের চূড়ান্ত অনুমতির অপেক্ষায়।

এদিকে শুক্রবারও হাজার হাজার বেদুইন যোদ্ধা সুইদায় প্রবেশ করছে, যা সহিংসতা অব্যাহত থাকার আশঙ্কা বাড়িয়েছে। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৩২১ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে চিকিৎসক, নারী ও শিশু। সব পক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।

সিরিয়ার জরুরি মন্ত্রী জানান, ৫০০-এরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং শত শত পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সুইদার উত্তরে ও পশ্চিমে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম Sweida24 এর প্রধান রায়ান মারুফ। বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে সুইদায় বিদ্যুৎ, খাদ্য, পানি—কোনো কিছুই নেই।

"চার দিন ধরে বিদ্যুৎ, জ্বালানি, খাবার, পানি—কিছুই নেই," বলেন সুইদার ২৮ বছর বয়সী বাসিন্দা মুদার, যিনি নিরাপত্তার কারণে নিজের পূর্ণ পরিচয় প্রকাশে অনিচ্ছুক।

জাতিসংঘের মানবাধিকার অফিস সিরিয়ার অস্থায়ী প্রশাসনের অধীনে সংঘটিত সহিংসতা, বিচারবহির্ভূত হত্যা ও অপহরণের নির্ভরযোগ্য অভিযোগের বিষয়ে তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার একটি পারিবারিক সমাবেশে গুলিবর্ষণ করে অন্তত ১৩ জনকে হত্যা করা হয় বলে জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার দফতর। একই দিন ছয়জন পুরুষকে তাদের বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়।

জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, সহিংসতার কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং তারা সকল পক্ষকে মানবিক প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানায়।

ইসরায়েল যেখানে সিরিয়ার নতুন ইসলামপন্থি নেতৃত্বের ওপর গভীর অবিশ্বাস প্রকাশ করেছে, সেখানে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা সম্প্রতি ইসরায়েলের সিরিয়ায় চালানো হামলাকে সমর্থন করে না।
 

সূত্র: রয়টার্স

মিরাজ খান

আরো পড়ুন  

×