ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

রাজশাহীর চরাঞ্চলে একরাতে চার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৪:২৬, ১৯ জুলাই ২০২৫

রাজশাহীর চরাঞ্চলে একরাতে চার বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

রাজশাহীর মানচিত্র

রাজশাহীর বাঘা উপজেলার চরাঞ্চল চরকালিদাসখালী গ্রামে একরাতে চারটি বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২০ থেকে ২৫ জনের মুখোশ পরা এবং অস্ত্রধারী ডাকাতদল প্রথমে লতিফ মোল্লার বাড়িতে ঢুকে ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও দুটি মোবাইল লুট করে। এরপর তারা ইউনুস ব্যাপারীর বাড়ি থেকে ২৮ হাজার টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে ইদ্রিস ব্যাপারীর বাড়ি থেকে ২৫ হাজার টাকাসহ ব্যবহার্য স্বর্ণালঙ্কার এবং ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে হানা দিয়ে ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ডাকাতদল  এসময় সবকটি বাড়ির আসবাবপত্র তছনছ করে।
লতিফ মোল্লা বলেন, ডাকাতরা পদ্মা নদীপথে নৌকা নিয়ে এসেছিলো। চারটি বাড়ি একে একে লুট করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
স্থানীয় চকরাজাপুর ইউনিয়নের সাবেক সদস্য সহিদুল ইসলাম বলেন, গত এক মাসে এলাকায় প্রায় ১০টি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে মানুষ আতঙ্কে আছে।  
জেলার বাঘা থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান বলেন, ‘ সকালে থানা পুলিশ ও সার্কেল এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের গ্রেফতার করা হবে।

 

তাসমিম

×