ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

পুলিশের সামনেই চাপাতি হাতে ছিনতাই, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৪:০০, ১৯ জুলাই ২০২৫

পুলিশের সামনেই চাপাতি হাতে ছিনতাই, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডিতে প্রকাশ্য রাস্তায়, পুলিশের চোখের সামনেই চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যার পর ভিডিওটি ভাইরাল হয়, যা দেখা মাত্রই নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, একজন প্রিন্টেড শার্ট ও কালো প্যান্ট পরা যুবক একটি চাপাতি হাতে অন্য এক যুবককে ভয় দেখাচ্ছেন। কিছুক্ষণ পর ভুক্তভোগীর কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে রাস্তা পার হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। অথচ কাছেই ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলেন পুলিশের ইউনিফর্ম পরিহিত দুজন সদস্য এবং সাদাপোশাকধারী আরও একজন। তারা কেউই ছিনতাইকারীকে থামানোর চেষ্টা করেননি।

এই ঘটনার সময় আশপাশে আরও সাধারণ মানুষ উপস্থিত থাকলেও কেউ এগিয়ে আসেননি; সবাই নির্বিকারভাবে তাকিয়ে ছিলেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডির রাসেল স্কয়ারের কাছে, কলাবাগান বাস স্টপেজের কাছাকাছি, এমনটি জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু মারমা।

তিনি বলেন, “ভিডিও দেখে আমরা দ্রুত ঘটনাস্থল শনাক্ত করেছি। যদিও এখন পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় অভিযোগ করেননি, তবুও আমরা স্বপ্রণোদিতভাবে তদন্ত শুরু করেছি।”

পুলিশ জানায়, এরই মধ্যে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীর পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই লিখেছেন—“চাপাতি হাতে একজন ছিনতাইকারী পুলিশের সামনে দিয়ে হেঁটে চলে যায়, আর কেউ কিছুই করে না—এটাই কি আমাদের নিরাপত্তা?”

নুসরাত

×