ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না কেন?  যা বললেন আবহাওয়াবিদ

প্রকাশিত: ১৪:২৩, ১৯ জুলাই ২০২৫

বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না কেন?  যা বললেন আবহাওয়াবিদ

বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বিভিন্ন স্থানে হচ্ছে হালকা থেকে ভারি বৃষ্টি। বৃষ্টি হলেও কমছে না গরম। এ গরমে কষ্ট পাচ্ছে জনসাধারণ। 

এ বিষয়ে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বলেন, জুন থেকে সেপ্টেম্বর দেশে ‘উষ্ণ বৃষ্টি’ হয়। এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাড়ে আর্দ্রতা। ফলে অধিক বৃষ্টির পরও কমে না গরমের তীব্রতা।

তিনি আরও বলেন, জুলাই বৃষ্টিপ্রবণ মাস, সার্বিক তথ্য-উপাত্ত বিবেচনায় এই মাসজুড়েই থাকবে এমন আবহাওয়া।

অন্যদিকে, জুলাই মাসের জন্য দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস।

তাসমিম

×