ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

দেশের দুই বিভাগে তীব্র ঝড় ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ১৬:১০, ১৫ জুলাই ২০২৫

দেশের দুই বিভাগে তীব্র ঝড় ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

সোমবার (১৪ জুলাই) দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হয়েছে। খুলনাসহ বেশ কিছু অঞ্চলে দেখা গেছে ভারী বর্ষণ। তবে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে আজ মঙ্গলবার (১৫ জুলাই) দেশের দুই বিভাগে তীব্র ঝড়ো হাওয়া ও অতি ভারী বর্ষণের আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এদিকে, সোমবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল।

আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণে থাকার অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=R3Skn01opqc

রাকিব

×