
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি
দীর্ঘ ৩৪ বছর পর বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশের মর্যাদা হারাল জাপান। জাপানকে তালিকার দ্বিতীয় অবস্থানে ঠেলে দিয়ে শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে জার্মানি। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩ দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন ইয়েন (প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২ দশমিক নয় শতাংশ বেশি। খবর ইয়াহু নিউজের।
অপরদিকে জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি। এ কারণেই ঋণদাতার তালিকায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৯১ সাল থেকে জাপানকে এই তালিকার শীর্ষ থেকে কেউ হটাতে পারেনি। তবে জাপান সরকার এ বিষয়টিকে হাল্কা করে দেখার চেষ্টা করছে। একই দিনে জাপানের কর্মকর্তারা জানান, ঋণদাতার তালিকায় পিছু হটলেও গত বছর দেশটি বৈদেশিক সম্পদের মালিকানার নতুন রেকর্ড গড়েছে।
সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেন, নিট বৈদেশিক সম্পদের পরিমাণ নির্ধারণে অনেকগুলো বিষয়কে বিবেচনায় নেওয়া হয়, যেমন আর্থিক সম্পদ ও ঋণের মূল্য পরিবর্তন এবং পেমেন্টের ভারসাম্যতা (ব্যালেন্স অব পেমেন্ট)। সাংবাদিকদের হায়াশি বলেন, এই বিষয়গুলোর পাশাপাশি, জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণও ধারাবাহিকভাবে বাড়ছে।