ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পুতিনকে কারা মারতে চায়! যেভাবে পুতিনকে রক্ষা করলো রুশ বাহিনী

প্রকাশিত: ১২:৪৩, ২৮ মে ২০২৫

পুতিনকে কারা মারতে চায়! যেভাবে পুতিনকে রক্ষা করলো রুশ বাহিনী

ছবি:সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বর্তমানে এককভাবে পশ্চিমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। নানা ষড়যন্ত্র, হত্যাচেষ্টা ও আন্তর্জাতিক চাপের মাঝেও দৃঢ় সংকল্পে টিকে থাকা এই রাষ্ট্রনেতার কাহিনী যেন একটি চলমান যুদ্ধের মহাকাব্য।

 

 

সাম্প্রতিক এক অভিযানে পুতিন যান যুদ্ধক্ষেত্রখ্যাত কুরস্ক অঞ্চলে, যেখানে রুশ বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের হটিয়ে দিয়েছিল। সেখানেই রুশ সেনাদের মাঝে বিজয় উদযাপন করতে গিয়েছিলেন তিনি। তবে সেই সফর ছিলো এক চরম বিপদের মুখোমুখি।

রুশ বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাসকিন চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, ২০ মে কুরস্ক সফরের সময় ইউক্রেন থেকে পুতিনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। লক্ষ্য ছিল রুশ প্রেসিডেন্টের হেলিকপ্টার।

 

 

একটির পর একটি ড্রোন পাঠানো হয় আক্রমণের উদ্দেশ্যে, তবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় আগেই চিহ্নিত করে ধ্বংস করে দেওয়া হয় ৪৬টি ড্রোন। প্রেসিডেন্টের কপ্টার কুরস্কের আকাশে প্রবেশ করার আগেই হামলার তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে রাশিয়া।

এই সময় ২০ থেকে ২২ মে-র মধ্যে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন আক্রমণের শিকার হয়। বিমান প্রতিরক্ষাব্যবস্থার সফলতায় তিন দিনে ধ্বংস করা হয় ১,০০০-এর বেশি ড্রোন।

পুতিনের ওপর এ ধরনের আক্রমণ আগেও হয়েছে। চলতি মাসের শুরুতেও তার বাসভবন ক্রেমলিন লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করে মস্কো। সেই ঘটনাতেও সফলভাবে ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছিল।

এই ঘটনাগুলো রাশিয়ার উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের ড্রোন সক্ষমতা এখন রুশ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

 

 

অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার চেষ্টা চালালেও, পুতিনের সাথে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত। ট্রাম্প পুতিনকে ‘উন্মাদ’ বলেও উল্লেখ করেছেন, যদিও রাশিয়া বলছে তারা সবকিছুই হিসেব করে পদক্ষেপ নিচ্ছে।

পুতিনের প্রতি হামলার এই চেষ্টাগুলো শুধু একটি ব্যক্তিকে নয়, বরং একটি রাষ্ট্রকেই টার্গেট করার ঘোষণা বলেই দেখছেন বিশ্লেষকরা। যুদ্ধক্ষেত্রে তার উপস্থিতি এখন কেবল প্রতীকী নয়, বাস্তবিক নেতৃত্বেরও নিদর্শন।

আঁখি

×