ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিবির ফাঁদে ধরা পড়লো ইমরান

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১৪:৫০, ২৮ মে ২০২৫

ডিবির ফাঁদে ধরা পড়লো ইমরান

বাউফল থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত ইমরান হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৮ মে) ভোররাতে পটুয়াখালী শহরের ডিসি বাংলো সংলগ্ন একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ইমরান পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল সালামের ছেলে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান মোটরসাইকেল চুরির ঘটনা স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল পৌর শহরের বাসিন্দা জুয়েল রানার মোটরসাইকেলটি সোমবার (২৬ মে) সন্ধ্যায় বাউফলের গোলাবাড়ি এলাকা থেকে চুরি হয়ে যায়। ঘটনার পর জুয়েল বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তদন্তে পুলিশ জানতে পারে, চুরি হওয়া বাইকটির সঙ্গে জড়িত ছিল জুয়েলের পূর্বপরিচিত বন্ধু ইমরান। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারের পর ইমরান স্বীকার করে যে, সে নিজেই বাইকটি চুরি করেছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরও কেউ এতে জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে।”

×