ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

২০২৫ সালে যে ১০টি দেশে ভ্রমণ করতে গেলে পকেট ফাঁকা হতে পারে!

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ মে ২০২৫

২০২৫ সালে যে ১০টি দেশে ভ্রমণ করতে গেলে পকেট ফাঁকা হতে পারে!

২০২৫ সাল ঘিরে বিশ্বজুড়ে পর্যটকেরা যখন নতুন ভ্রমণ পরিকল্পনায় ব্যস্ত, তখন অনেক আর্থিক পরামর্শক হয়তো হালকা হতাশা নিয়ে বলছেন “দেশেই ঘুরে আসুন না, খরচ কমবে!” কিন্তু তাতে মন গলছে না তাদের, যারা ইনস্টাগ্রামে মালদ্বীপের পানির ওপরে ভাসমান বাংলো কিংবা সুইস আল্পসের চমৎকার কটেজ দেখে ইতিমধ্যেই ব্যাগ গুছিয়ে ফেলেছেন।

এই প্রতিবেদনটি তাদের জন্য, যারা সঞ্চয়ের কথা ভুলে গিয়ে বিশ্ব ঘুরে দেখতে চান,তা যতই ব্যয়বহুল হোক না কেন। যেখানে এটিএম থেকে টাকা তুললেই মনে হবে সঙ্গে করুণা চিঠি দিচ্ছে ব্যাংক! চলুন জেনে নিই ২০২৫ সালে যেসব দেশ ভ্রমণের জন্য আপনার অর্থনৈতিক সক্ষমতা সবচেয়ে বেশি পরীক্ষা নেবে।

কোন খরচে হিসাব?
প্রতিটি দেশের দৈনিক গড় খরচ হিসাব করা হয়েছে চারটি মূল উপাদান ধরে: আবাসন, খাবার, স্থানীয় পরিবহন ও দর্শনীয় স্থান ঘুরে দেখার খরচ। আন্তর্জাতিক ফ্লাইটের খরচ এতে ধরা হয়নি, অর্থাৎ এই তালিকায় পৌঁছানোই যেন আপনার বাজেট মেলানোর ‘ওয়ার্ম আপ’!

১. বারবাডোস – দৈনিক গড় খরচ: ৩৩০ ডলার
এই ক্যারিবীয় দ্বীপে সূর্যের আলো ও বিলাসবহুলতা দুটিই যেন দৈনন্দিন অভ্যাস। 'প্লাটিনাম কোস্ট'-খ্যাত পশ্চিম উপকূলে অবস্থিত স্যান্ডি লেন রিসোর্টে মৌসুমের সময় রাতপ্রতি ভাড়া হাজার ডলারের ওপরে।
বিলাসি পর্যটকদের জন্য তৈরি অবকাঠামো এবং আমদানি নির্ভরতা এদেশে খরচ বাড়িয়ে দিয়েছে। স্নোরকেলিং, স্কুবা ডাইভিং কিংবা প্রাইভেট ক্যাটামারান ভ্রমণে শুধু রোমাঞ্চ নয়, খরচও লাফিয়ে ওঠে।

২. অ্যান্টিগুয়া ও বারবুডা – দৈনিক গড় খরচ: ৩১০ ডলার
৩৬৫টি সৈকতের দেশটি বিলাসী পর্যটনের জন্য এক আদর্শ গন্তব্য। এখানকার রিসোর্টগুলোর দাম যেমন বেশি, তেমনি সাধারণ জিনিসপত্রও দামী, কারণ প্রায় সবকিছুই আমদানি করতে হয়। এমনকি স্থানীয় ট্যাক্সি ভাড়াও চড়া। শার্লি হাইটসের রেগে পার্টি কিংবা সূর্যাস্ত উপভোগের জন্য গুনতে হয় বাড়তি অর্থ।

৩. সেন্ট কিটস ও নেভিস – দৈনিক গড় খরচ: ২৭১ ডলার
কখনো যেসব দ্বীপে চিনির কারখানা চলত, এখন সেগুলো ৫-তারকা রিসোর্টে পরিণত হয়েছে। বিলাসবহুল হোটেল, বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ এবং ইউনিক আকর্ষণগুলো এখানে পর্যটনের খরচ বাড়িয়েছে।

৪. মালদ্বীপ – দৈনিক গড় খরচ: ২৬৭ ডলার
১১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এই দেশটির ‘এক দ্বীপ, এক রিসোর্ট’ ধারণাই বলে দেয় এখানকার ভ্রমণ কতটা ব্যয়বহুল। সি-প্লেনে রিসোর্ট যাতায়াতেই খরচ হয় প্রায় ৫০০ ডলার। পানির নিচের রেস্টুরেন্টে এক রাতের ডিনারেই খরচ হতে পারে ৩২০ ডলার!

৫. গ্রেনাডা – দৈনিক গড় খরচ: ২৫৮ ডলার
‘স্পাইস আইল’ নামে খ্যাত গ্রেনাডা এখন বিলাসী পর্যটনের জন্য আকর্ষণীয়। এখানকার রিসোর্ট, স্কাল্পচার পার্ক, চকলেট ফ্যাক্টরি ও রাম ডিস্টিলারিগুলো ‘এক্সক্লুসিভ’ ট্যুরের নামে চড়া মূল্য দাবি করে।

৬. সুইজারল্যান্ড – দৈনিক গড় খরচ: ২৫০ ডলার
দ্বীপ নয়, এবার তালিকায় স্থান পেল ইউরোপের সুইজারল্যান্ড। পরিপাটি শহর, আল্পসের শ্বেতশুভ্র পাহাড়, উন্নত রেল ব্যবস্থা সবকিছুই দামী। গ্লেসিয়ার এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে গেলেই খরচ পড়বে ১৭০ ডলার।

৭. যুক্তরাষ্ট্র – দৈনিক গড় খরচ: ২৪৮ ডলার
নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস বা সান ফ্রান্সিসকোর মতো শহরে হোটেল ও খাবার খরচই বাজেট ফাঁপিয়ে দেয়। ইউনিভার্সাল স্টুডিও বা ডিজনিল্যান্ডের টিকিট, শহরান্তর ফ্লাইট ও স্বাস্থ্যসেবা ব্যয়ের কথা না বললেই নয়।

৮. মাইক্রোনেশিয়া – দৈনিক গড় খরচ: ২৪৮ ডলার
৬০০-র বেশি দ্বীপ নিয়ে গঠিত এই প্রশান্ত মহাসাগরীয় দেশটি একদিকে অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী, অন্যদিকে ভ্রমণ ও থাকার খরচে বিশাল। নান মাদলের মতো ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখার জন্য ট্যুর ও অনুমতির প্রয়োজন হয়, যেগুলোর খরচ কম নয়।

৯. গ্রিনল্যান্ড – দৈনিক গড় খরচ: ২২১ ডলার
বরফ, ফিয়র্ড আর নির্জনতা—গ্রিনল্যান্ড এখন শীতপ্রেমী পর্যটকদের নতুন স্বপ্ন। তবে ঘনবসতির অভাব আর উন্নত অবকাঠামোর সংকট একে ব্যয়বহুল করে তুলেছে। কুকুরস্লেজ, বরফখণ্ড ভ্রমণ কিংবা অরোরা দেখতে এখানে পকেট হালকা হবেই।

১০. সংযুক্ত আরব আমিরাত – দৈনিক গড় খরচ: ২২০ ডলার
দুবাই ও আবুধাবি একদিকে ৭-তারকা হোটেল, সোনার এটিএম, কৃত্রিম দ্বীপের শহর; অন্যদিকে বিলাসবহুল শপিং, হাই রাইজ ভবনের সৌন্দর্য। বার্জ আল আরবের চা-পানের খরচই ১৭৫ ডলার, ডেজার্ট সাফারি কিংবা স্কি-দুবাইয়ের খরচ তো আছেই।


এই দেশগুলো ঘুরে ফিরে আসার পর সাধারণ কফির দামেও আপনি হয়তো থমকে যাবেন! “মাত্র ৫ ডলার? কিছু সমস্যা আছে নাকি?” এমন প্রশ্ন মনে হতেই পারে, ১২ ডলার দিয়ে সমুদ্রের পাশে কফি খাওয়ার অভিজ্ঞতা থেকে ফিরেই।

তবে এসব দামী দেশের প্রকৃত স্মারক হতে পারে একটাই সাধারণ জিনিসেরও যে মূল্য কতটা, তা উপলব্ধির উপলক্ষ। কখনো কখনো একটি ‘সাশ্রয়ী লাঞ্চ’ও হয়ে উঠতে পারে ভ্রমণের সেরা উপহার।

 

 

সূত্র:https://tinyurl.com/4v3kw62p

আফরোজা

×