ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা 

জীতেন বড়–য়া, খাগড়াছড়ি

প্রকাশিত: ১৪:৪৯, ২৮ মে ২০২৫; আপডেট: ১৪:৫৫, ২৮ মে ২০২৫

পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়িতে আলোচনা সভা 

ছবি: দৈনিক জনকন্ঠ।

‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার প্রতিদিন’ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫।

আজ বুধবার (২৮ মে) খাগড়াছড়িতে অনুষ্ঠিত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ও সরকারি কর্মকর্তারা। 

এজন্য পুষ্টি সমৃদ্ধ প্রাণিজ ও উদ্ভিদ চাষাবাদ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। ‘শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন’ এই শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সিভিল সার্জন ডাঃ ছাবের এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খীসা।

উল্লেখ্য, আগামী ৩ জুন পর্যন্ত চলবে এই পুষ্টি সপ্তাহ।

মিরাজ খান

×