
ছবি: সংগৃহীত।
যুক্তরাষ্ট্র—পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় ভূখণ্ড। পাহাড়, মরুভূমি, বনাঞ্চল, হ্রদ ও সমুদ্রসৈকতের অপরূপ মেলবন্ধনে গঠিত এই দেশটি প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। কিন্তু এত বৈচিত্র্যের মধ্য থেকে যদি প্রশ্ন ওঠে, ‘সবচেয়ে সুন্দর রাজ্য কোনটি?’—তবে উত্তরটা সহজ নয়।
তবে ভ্রমণকারী, প্রকৃতি বিশ্লেষক ও ফটোগ্রাফারদের অভিজ্ঞতার আলোকে তৈরি করা হয়েছে শীর্ষ ৫টি নয়নাভিরাম রাজ্যের তালিকা। আসুন দেখে নেওয়া যাক সেই রাজ্যগুলো।
১. ক্যালিফোর্নিয়া (California)
প্রাকৃতিক সৌন্দর্যের রাজা বলা চলে ক্যালিফোর্নিয়াকে। একদিকে প্যাসিফিক মহাসাগরের দীর্ঘ সৈকত, অন্যদিকে ইয়োসেমাইট জাতীয় উদ্যানের বিশাল পর্বত আর ঝরনা। লস অ্যাঞ্জেলেসের সূর্যাস্ত, বিগ স্যুরের উপকূলীয় পথ বা লেক তাহোর শান্ত জলরাশি—প্রতিটি ভ্রমণপিপাসুর চোখে স্বপ্নের মতো লাগে।
২. হাওয়াই (Hawaii)
প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপরাজ্য যেন এক টুকরো স্বর্গ। আগ্নেয়গিরির পাদদেশে গড়া সবুজ উপত্যকা, রঙিন সৈকত ও রোমাঞ্চকর ঝরনার খেলা হাওয়াইকে করে তুলেছে অপূর্ব। বিশেষ করে মাউই ও কাউয়াই দ্বীপের প্রাকৃতিক দৃশ্যগুলো বিশ্বের সেরা স্কেনিক ভিউগুলোর মধ্যে পড়ে।
৩. আলাস্কা (Alaska)
যদি কেউ বিশুদ্ধ, অজস্র এবং বিশালাকৃতির প্রকৃতির স্বাদ নিতে চান, তাহলে আলাস্কার মতো জায়গা খুব কমই আছে। তুষারে ঢাকা পর্বতশৃঙ্গ, হিমবাহ, তুন্দ্রা অঞ্চল এবং বনভূমি—আলাস্কা যেন এক নির্জন প্রকৃতির রাজ্য। এখানে নর্দার্ন লাইটস দেখার অভিজ্ঞতা জীবনভরের স্মৃতি হয়ে থাকে।
৪. উটাহ (Utah)
মরুভূমির রাজ্য উটাহ এক অপার্থিব সৌন্দর্যের আধার। আর্কস, ক্যানিয়নল্যান্ডস এবং ব্রাইস ক্যানিয়নের মতো জাতীয় উদ্যানগুলো যেন প্রকৃতির রঙতুলিতে আঁকা কোনো শিল্পকর্ম। বালুরঙ্গের পাহাড় আর ভেলভেট-লাল ক্যানিয়নগুলো এই রাজ্যকে করে তুলেছে এক বিশেষ রূপের ধারক।
৫. কলোরাডো (Colorado)
রকি পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য, সবুজ উপত্যকা আর বরফে ঢাকা শৃঙ্গের দেশ হলো কলোরাডো। শীতকালে স্কিইং আর গ্রীষ্মকালে হাইকিংয়ের জন্য এই রাজ্য অত্যন্ত জনপ্রিয়। আশ্চর্যজনক বিষয় হলো, এখানে শহর আর প্রকৃতির মধ্যে ভারসাম্য রয়েছে চমৎকারভাবে।
প্রাকৃতিক সৌন্দর্যের সংজ্ঞা ব্যক্তি-ভেদে ভিন্ন হতে পারে। কেউ পাহাড় ভালোবাসেন, কেউ সমুদ্র, কেউবা আবার মরুভূমির নিঃসঙ্গতা। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের রয়েছে নিজস্ব বৈচিত্র্য। তবে ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই, আলাস্কা থেকে উটাহ—এই পাঁচটি রাজ্য নিঃসন্দেহে বিশ্বের অন্যতম নয়নাভিরাম স্থানগুলোর তালিকায় স্থান পায়।
নুসরাত