ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় ফ্রান্স

প্রকাশিত: ১৩:৫৩, ২৮ মে ২০২৫; আপডেট: ১৪:৪২, ২৮ মে ২০২৫

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চায় ফ্রান্স

ছবি :সংগৃহীত

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বুধবার আবারও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের একটি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন । তিনি বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ফরাসি নীতিতে কোনো দ্বৈত মানদণ্ড নেই।

কূটনীতিক ও বিশেষজ্ঞদের মতে, ম্যাক্রোঁ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন — একটি পদক্ষেপ যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্যকে আরও গভীর করতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ায় বক্তব্য রাখছিলেন।

ম্যাক্রোঁ বলেন, "শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানই শান্তি ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদে ভবিষ্যৎ গঠন করতে পারে।"

তিনি আরও বলেন, "সৌদি আরবের সঙ্গে মিলে আমরা শীঘ্রই নিউইয়র্কে গাজা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করব, যার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল রাষ্ট্র ও তার এই অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাসের অধিকারকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে নতুন গতি আনা হবে।"

 

 

সূত্র - https://www.reuters.com/world/asia-pacific/france-wants-palestinian-two-state-solution-macron-says-2025-05-28/

সা/ই

×