ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের হামলা: অপারেশন ‘বুনিয়ান মারসুস’ কী?

প্রকাশিত: ০৬:৫১, ১০ মে ২০২৫

পাকিস্তানের হামলা: অপারেশন ‘বুনিয়ান মারসুস’ কী?

ছবি: সংগৃহীত

ভারতের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের নাম দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী—‘অপারেশন বুনিয়ান মারসুস’। এই নামটি নেওয়া হয়েছে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন থেকে, যা মুসলিমদের কাছে ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ একটি সূরার অংশ।

‘বুনিয়ান মারসুস’ (بنيان مرصوص) একটি আরবি শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ “সীসা দিয়ে গাঁথা একটি সুদৃঢ় কাঠামো”। কোরআনের সূরা আস-সাফ (৬১:৪) এ বলা হয়েছে—

إِنَّ اللَّهَ يُحِبُّ الَّذِينَ يُقَاتِلُونَ فِي سَبِيلِهِ صَفًّا كَأَنَّهُم بُنْيَانٌ مَّرْصُوصٌ
“নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের, যারা তাঁর পথে যুদ্ধ করে শৃঙ্খলিত সারিতে, যেন তারা একটি সীসা-গাঁথা প্রাচীর।”

এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং অটল প্রতিরোধের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান সেনাবাহিনী এই নামটি দিয়ে বোঝাতে চেয়েছে যে, তারা সংঘবদ্ধভাবে এবং বিশ্বাসের দৃঢ়তায় শত্রুর মোকাবিলা করছে।

বিশ্লেষকদের মতে, এই নামটি শুধু একটি সামরিক কৌশলের ইঙ্গিত নয়, বরং এর মাধ্যমে একটি ধর্মীয় এবং আদর্শিক বার্তাও বহন করা হচ্ছে, যা পাকিস্তানের অভ্যন্তরীণ মনোবল এবং মুসলিম বিশ্বের প্রতি এক প্রতীকী আহ্বান।

এসএফ 

×