ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর, উদ্বিগ্ন মোদি!

প্রকাশিত: ২০:১৪, ৫ মে ২০২৫

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর, উদ্বিগ্ন মোদি!

ছবি: সংগৃহীত

গত মাসে ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গে ওঠার পর সোমবার একদিনের সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

এই হামলার জন্য ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে দায়ী করা হলেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে এবং দাবি করেছে—তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে যে, নয়াদিল্লি সামরিক পদক্ষেপের পরিকল্পনা করতে পারে। এই টানাপোড়েন দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যা গোটা অঞ্চলে উদ্বেগ তৈরি করেছে।

ইরানের পাকিস্তানস্থ রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদ্দাম দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে জানান, উপমহাদেশে উত্তেজনা কমানোর উপায় খুঁজতেই এই সফর। কারণ, ভারত ও পাকিস্তান—উভয় দেশের সঙ্গেই ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ।

ইসলামাবাদ বিমানবন্দরে আব্বাস আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের অতিরিক্ত সচিব (পশ্চিম এশিয়া) সৈয়দ আসাদ গিলানি, ইরানি রাষ্ট্রদূত এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই সফরে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর (এফও) জানিয়েছে, এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন।

আব্বাস আরাগচির সপ্তাহের শেষ দিকে নয়াদিল্লি সফরেরও কথা রয়েছে, যদিও এই সফর পূর্বনির্ধারিত ছিল নাকি সাম্প্রতিক সংকটের প্রেক্ষিতে তা তাৎক্ষণিকভাবে ঠিক করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই সফরে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা হবে।

এদিকে, ভারত এখনও পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের কোনো সাড়া দেয়নি। বরং কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

অন্যদিকে, পাকিস্তান পরিস্থিতি মোকাবেলায় রাশিয়াসহ একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করছে। সম্প্রতি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পথ অনুসরণের ওপর গুরুত্ব দেন।

পাশাপাশি, পাকিস্তান জাতিসংঘে তাদের প্রতিনিধি মাধ্যমে ভারতের “আক্রমণাত্মক তৎপরতা” সম্পর্কে নিরাপত্তা পরিষদে অবহিত করার জন্য একটি ব্রিফিংয়ের অনুরোধ জানিয়েছে, যা ইসলামাবাদ মনে করে, আঞ্চলিক শান্তির জন্য হুমকি।

 

সূত্র: https://tribune.com.pk/story/2544087/irans-foreign-minister-visits-islamabad-amid-pakistan-india-tensions

আবীর

×