
ছবি: সংগৃহীত
কাশ্মীরের প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়ায় রাশিয়ার বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি—বুধবার ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে।
আগামী ৯ মে মস্কোর রেড স্কয়ারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত জয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের ২০টির বেশি দেশের নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ নিচ্ছেন নিশ্চিতভাবে। মোদিও আমন্ত্রণ পেলেও তিনি যাচ্ছেন না।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “ভারতের প্রধানমন্ত্রী আসছেন না। তবে ভারত নিম্নপর্যায়ে প্রতিনিধিত্ব করবে।” পরে ভারত সরকার জানায়, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কোর অনুষ্ঠানে অংশ নেবেন।
এই সিদ্ধান্ত আসে এমন এক সময়ে, যখন ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের ওপর এক হামলায় ২৬ জন নিহত হন। ভারত এ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধ নিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছে। পাকিস্তান দায় অস্বীকার করে বলেছে, ভারতের একটি সামরিক হামলা আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে হতে পারে—তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পুতিন আগামী সপ্তাহের বিজয় দিবস ঘিরে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, যেটিকে ইউক্রেন প্রতীকী সময়ক্ষেপণ হিসেবে প্রত্যাখ্যান করেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রেমলিন বিজয় দিবসের কুচকাওয়াজ ঘিরে নিরাপত্তা নিয়ে ‘যথার্থভাবেই উদ্বিগ্ন’। তবে পেসকভ বলেন, “মস্কোয় বিজয় দিবস কুচকাওয়াজ হবে এবং আমরা গর্বের সঙ্গে তা উপভোগ করব।”
এবারের কুচকাওয়াজ হবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর চতুর্থবারের মতো বিজয় দিবস উদযাপন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ১৯টি দেশের সেনাদের আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ১০টি নিশ্চিত করেছে। জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর কোরিয়া এবার প্রথমবারের মতো সেনা পাঠাতে পারে, যদিও পেসকভ বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।
সূত্র: https://www.themoscowtimes.com/2025/04/30/indias-modi-to-skip-moscow-victory-day-parade-amid-tensions-with-pakistan-a88923
আবীর