
ছবি: সংগৃহীত
ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম উপত্যকার বৈসরন অঞ্চলে মঙ্গলবার সকালে সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন নিহত এবং আরও অন্তত ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই পর্যটক ও নির্মাণশ্রমিক বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে ভারতীয় নিরাপত্তা বাহিনী। অভিযান চালিয়ে হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়। পুরো বৈসরন উপত্যকা বর্তমানে নিরাপত্তা চাদরে মোড়ানো, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা ও আধাসামরিক বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘কাশ্মির রেজিস্ট্যান্স’ নামের একটি স্বল্পপরিচিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি জানায়, তারা ‘‘বহিরাগতদের’’ কাশ্মিরে বসতি স্থাপন ঠেকানোর লক্ষ্যে এই হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বাইরে থেকে জনসংখ্যা আনার ফলে উপত্যকার জনসংখ্যা কাঠামো ও সংস্কৃতিতে অযাচিত পরিবর্তন ঘটছে।
ভারতের একাধিক নিরাপত্তা সংস্থা দাবি করেছে, এই গোষ্ঠীটি মূলত পাকিস্তান-ভিত্তিক একটি জঙ্গি সংগঠনের ‘ফ্রন্ট’ হিসেবে কাজ করছে। যদিও ইসলামাবাদ বরাবরই এমন অভিযোগ অস্বীকার করে এসেছে। পাকিস্তান সরকার জানিয়েছে, তারা কেবল কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি ‘‘নৈতিক ও কূটনৈতিক সহায়তা’’ প্রদান করে থাকে।
এই হামলা কাশ্মিরে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ঘটে, যেখানে ভারতের কেন্দ্রীয় সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে রাজ্যটির বিশেষ মর্যাদা প্রত্যাহার করার পর অঞ্চলটিতে স্থায়ী বসতি স্থাপনে বহিরাগতদের আগমন বেড়েছে। এই প্রেক্ষাপটে ‘ডেমোগ্রাফিক চেঞ্জ’ নিয়ে স্থানীয়দের উদ্বেগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে।
সূত্র: রয়টার্স
ফারুক