ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ভারতে না গিয়ে কম খরচে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন যেসব দেশ

প্রকাশিত: ১৭:৪২, ২৩ এপ্রিল ২০২৫

ভারতে না গিয়ে কম খরচে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন যেসব দেশ

ছবি: সংগৃহীত।

ভ্রমণপ্রিয় মানুষদের অনেকেই ছুটি পেলেই লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশে। দীর্ঘ ছুটিতে কেউ কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ সফরেও আগ্রহী হন। তবে ভিসা ও পাসপোর্টের জটিলতা এড়িয়ে অনেকেই দেশে বা ভিসা-নির্ভরতাহীন দেশে ঘুরতে পছন্দ করেন। আপনার কি জানা আছে, বিশ্বের এমন বেশ কিছু দেশ রয়েছে, যেখানে আপনি ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন? নিচে এমন ১০টি দেশের তালিকা দেওয়া হলো, যেখানে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন (কিছু ক্ষেত্রে আগমনের পর ভিসা বা অন-অ্যারাইভাল ভিসা প্রযোজ্য):

১. সেন্ট লুসিয়া (Saint Lucia)
এই ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্রে বাংলাদেশি পর্যটকরা ভিসা ছাড়াই ৪৫ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশটি বিশ্বজুড়ে পরিচিত।

২. সেশেলস (Seychelles)
আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপদেশ সেশেলসে ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করা যায়। তবে প্রবেশের সময় হোটেল বুকিং ও ফেরার টিকিট থাকতে হবে।

৩. মরিশাস (Mauritius)
সবুজ বন, নীল জলরাশি ও প্রাণবৈচিত্র্যে ভরপুর মরিশাসে আপনি ৬০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন।

৪. মালদ্বীপ (Maldives)
বিশ্বের অন্যতম জনপ্রিয় দ্বীপ রাষ্ট্র মালদ্বীপে বাংলাদেশি নাগরিকরা আগমনের পর ৩০ দিনের জন্য ভিসা পেতে পারেন। এটি সম্পূর্ণ ফ্রি এবং সহজলভ্য।

৫. স্বালবার্ড (Svalbard)
নরওয়ে ও উত্তর মেরুর মাঝামাঝি অবস্থিত স্বালবার্ডে ভ্রমণের জন্য কোনো ভিসা লাগে না। তবে নরওয়ে হয়ে গেলে সেখানে প্রবেশের জন্য শেনজেন ভিসা লাগতে পারে।

৬. নেপাল (Nepal)
বাংলাদেশিদের জন্য নেপালে প্রবেশে কোনো ভিসা লাগবে না। ৯০ দিন পর্যন্ত অবাধে ভ্রমণ করা যায় এই পার্বত্য দেশটিতে।

৭. ভুটান (Bhutan)
বাংলাদেশি নাগরিকরা ভুটানে অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান। বিমানে পৌঁছেই সহজ প্রক্রিয়ায় ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করা যায়।

৮. শ্রীলঙ্কা (Sri Lanka)
শ্রীলঙ্কায় প্রবেশের জন্য অনলাইন ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নিতে হয়, যা সহজেই পাওয়া যায়। এটি ভিসার বিকল্প হিসেবে কাজ করে।

৯. ইন্দোনেশিয়া (Indonesia)
ইন্দোনেশিয়ায় বাংলাদেশি পর্যটকরা আগমনের পর ৩০ দিনের জন্য ভিসা পেতে পারেন। দেশটি নানা প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

১০. থাইল্যান্ড (Thailand)
বাংলাদেশি পর্যটকরা থাইল্যান্ডে ১৫ দিনের জন্য অন-অ্যারাইভাল ভিসা নিতে পারেন। এটি বিমানবন্দরে পৌঁছেই সহজে পাওয়া যায়।

সায়মা ইসলাম

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার