ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রতিশোধ নিল বন বিড়াল, ইসরায়েলি সেনাদের ঘুম হারাম!

প্রকাশিত: ২০:২৪, ২৮ মার্চ ২০২৫

প্রতিশোধ নিল বন বিড়াল, ইসরায়েলি সেনাদের ঘুম হারাম!

ছবি: সংগৃহীত

সম্প্রতি মিশরের একটি কেরাকেল বা ডেজার্ট লিংকস (বনবিড়াল) মিশর ও ইসরাইলের সীমান্তে অবস্থিত একটি ইসরাইলি সেনা ক্যাম্পে প্রবেশ করে আক্রমণ করে। ২৩ মার্চ, এই ঘটনা ঘটেছিল নেগেফভ মরুভূমিতে, যেখানে বিড়ালটি ইসরাইলের সামরিক ঘাঁটির কাছে হারিফ পর্বতের এলাকায় পাওয়া যায়।

স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, সাধারণত এই প্রাণীটি মানুষের কাছাকাছি আসে না, তবে সামরিক ঘাঁটির কাছাকাছি থাকার ফলে হয়তো বিড়ালটি মানুষের সাথে অভ্যস্ত হয়ে পড়ে এবং সেখানে থাকা সৈন্যদের আক্রমণ করে। এই আক্রমণে বেশ কয়েকজন সৈন্য আহত হন এবং চিকিৎসাধীন রয়েছেন। পরে, বনবিড়ালটিকে আটক করা হয় এবং বন্যপ্রাণী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনায় সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন মজার ছলে বলছেন, এই বনবিড়ালটি সম্ভবত ফিলিস্তিনের মুক্তিকামী যোদ্ধাদের সদস্য। তাদের দাবি, এই বিড়ালটি ৬১ হাজার ফিলিস্তিনির মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। একাংশ আবার বলেন, শত কোটি মুসলিমের হয়ে কাজ করছে এই বিড়ালটি। তবে, এর পরবর্তী সময়ে ইসরাইলি সেনারা ওই অঞ্চলে প্রায় ৬ মিলিয়ন ডেজার্ট লিংকস হত্যা করেছে বলে কিছু সূত্র দাবি করেছে, তবে এ বিষয়ে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি।

এই ঘটনাকে অনেকেই তুলনা করছেন পবিত্র কোরআনের ১০৫ নম্বর সূরা "সূরা ফিল"-এর সঙ্গে। যেখানে বর্ণনা করা হয়েছে, কিভাবে পবিত্র কাবা ধ্বংস করতে আসা শক্তিশালী এক হস্তি বাহিনীকে আল্লাহ এক ঝাঁক পাখি ও ছোট ছোট পাথর দিয়ে ধ্বংস করেছিলেন।

এটি প্রথমবার নয়, গত বছর মে মাসেও দক্ষিণ গাজায় একই ধরনের ঘটনা ঘটে, যখন একটি ইসরাইলি ট্যাঙ্ক ভুলবশত বোলতার চাকের উপর উঠে যায়, যার ফলে ১২ জন ইসরাইলি সেনা আহত হয়। এসব ঘটনা অনেকেই সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা শাস্তি হিসেবে দেখছেন।

সামাজিক মাধ্যমে এই ঘটনার প্রেক্ষিতে আরও অনেক পোস্ট এবং মন্তব্য ছড়িয়ে পড়েছে, যা শোচনীয় পরিস্থিতি এবং প্রতিশোধের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

আবীর

×