
ছবি: সংগৃহীত
ইসরায়েলি বাহিনী গাজার উপর নতুন করে হামলা চালিয়ে রাফাহ শহরে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার বিশ্বব্যাপী অবরোধ প্রত্যাহারের আহ্বান উপেক্ষা করে গাজায় খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা প্রবেশে বাধা অব্যাহত রেখেছে।
অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন গাজা পুনর্গঠনের জন্য মিশর-নেতৃত্বাধীন একটি পরিকল্পনায় সমর্থন জানিয়েছে। এই পরিকল্পনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে, যেখানে তিনি গাজাকে "মধ্যপ্রাচ্যের রিভিয়েরা" রূপে গড়ে তোলার কথা বলেছিলেন।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলকে চার দিনের সময়সীমা দিয়েছে গাজায় খাদ্য, ওষুধ ও আশ্রয় সহায়তার উপর অবরোধ তুলে নেওয়ার জন্য। অন্যথায় তারা নতুন করে "নৌ অভিযান" শুরু করার হুমকি দিয়েছে।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৮,৪৪০ ফিলিস্তিনি নিহত এবং ১,১১,৮৪৫ জন আহত হয়েছে। সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া হাজারো ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন এবং তারা নিহত বলে ধারণা করা হচ্ছে, ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৬১,৭০৯ এ পৌঁছেছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে পরিচালিত আক্রমণে ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ অপহৃত হয়েছিল।
এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং মানবিক সহায়তার জন্য বিশ্বজুড়ে আহ্বান জোরদার হচ্ছে।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/8/live-israel-kills-two-in-north-gaza-maintains-blockade-on-all-aid
আবীর