
ছবি: সংগৃহীত
ইসরায়েলি সেনাবাহিনীর অবরোধের ফলে যুদ্ধবিধ্বস্ত গাজায় ছয় দিন ধরে কোনো সহায়তা প্রবেশ করতে পারছে না। সহায়তা সংস্থাগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য নির্ধারিত কয়েক শত মিলিয়ন ডলার সহায়তা যুক্তরাষ্ট্র সরকার স্থগিত করেছে।
গাজা যুদ্ধবিরতি সংকটে পড়েছে, এবং হামাসের সামরিক মুখপাত্র জানিয়েছেন, "প্রতিরোধ সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে এবং সব পরিস্থিতির জন্য প্রস্তুত।"
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মিশর ও আরব নেতাদের প্রস্তাবিত যুদ্ধ-পরবর্তী গাজা শাসনের পরিকল্পনাকে ট্রাম্প প্রশাসন "যথাযথ" বলে মনে করছে না।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইসরায়েলের যুদ্ধবিমান হামলায় ৪৮,৪৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,১১,৮৪৫ জন আহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, সর্বশেষ নিহতের সংখ্যা কমপক্ষে ৬১,৭০৯, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজারো মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে চালানো হামলায় অন্তত ১,১৩৯ জন ইসরায়েলি নিহত হয় এবং ২০০-র বেশি মানুষ বন্দি হয়।
তথ্যসূত্র: https://www.aljazeera.com/news/liveblog/2025/3/7/gaza-war-live-trump-administration-engages-in-direct-talks-with-hamas
আবীর