
ছবিঃ সংগৃহীত
ভারত এবং পাকিস্তানের সেনারা কাশ্মীর সীমান্তে ফের গোলাগুলি চালিয়েছে, যার ফলে পাকিস্তানের পক্ষ থেকে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবারের এই সংঘর্ষটি কাশ্মীরের বিতর্কিত অঞ্চলে ঘটে, যেখানে ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে বিরোধে লিপ্ত রয়েছে।
কাশ্মীর ১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভের পর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত। দুটি দেশই কাশ্মীর অঞ্চলের সম্পূর্ণ অধিকার দাবি করে, যার ফলে এ অঞ্চলে দুটি পূর্ণাঙ্গ যুদ্ধ এবং বেশ কয়েকটি ছোট আঞ্চলিক সংঘর্ষ ঘটে।
পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক পিটিভি জানিয়েছে, বুধবারের গোলাগুলির ঘটনায় পাকিস্তানী সেনাবাহিনীর দুই সদস্য এবং দুটি সাধারণ নাগরিক আহত হয়েছেন। অপরদিকে, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনডিটিভিকে জানান, পাকিস্তানী সেনারা একতরফাভাবে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায়।
পাকিস্তান সেনাবাহিনী AFP’র প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছে, এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারাও কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ঘটনা এমন সময়ে ঘটলো, যখন কাশ্মীরে একটি আইইডি হামলায় ভারতীয় সেনার দুই সদস্য নিহত হন দুই দিন আগে।
২০০৩ সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা বেশিরভাগ সময়েই কার্যকর ছিল। তবে, দুই দেশ একে অপরকে এ চুক্তি লঙ্ঘনের জন্য প্রায়ই অভিযুক্ত করে থাকে।
গত মাসে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছিল, কাশ্মীর সীমান্তে পাকিস্তানি সীমান্তের পাড় থেকে ভারতে প্রবেশের সময় দুটি বিদ্রোহী নিহত হয়।
কাশ্মীরে স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এ সংঘর্ষে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক।
২০১৯ সালের পর থেকে সংঘর্ষ কিছুটা কমেছে, যখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে অঞ্চলটির ওপর কেন্দ্রীয় শাসন আরোপ করেন। তবে, গত বছর, একাধিক বিদ্রোহী হামলার পর আরও হাজার হাজার সেনা সদস্য কাশ্মীরের দক্ষিণাঞ্চলে মোতায়েন করা হয়, যার ফলে ৫০টিরও বেশি সৈন্য নিহত হয়েছে তিন বছরে।
ভারত নিয়মিতভাবে অভিযোগ করে যে, পাকিস্তান সীমান্ত পেরিয়ে বিদ্রোহীদের কাশ্মীরে প্রবেশ করতে সহায়তা করছে, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং কাশ্মীরিদের স্বাধিকার সংগ্রামকে সমর্থন করে বলে দাবি করে।
তথ্যসূত্রঃ https://thedefensepost.com/2025/02/13/india-pakistan-exchange-fire/
মারিয়া