ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১

সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানে ৬ সেনাসহ নিহত ২৮

প্রকাশিত: ০৮:১৯, ৮ ডিসেম্বর ২০২৪

সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানে ৬ সেনাসহ নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার তিনটি জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসী’দের সংঘর্ষে ছয় সেনা সদস্য ও ২২ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দ্য ডন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সংঘর্ষের ঘটনাগুলো খাইবার পাখতুনখোয়ার বান্নু, দেরা ইসমাইল খান ও লাক্কি মারওয়াত জেলায় ঘটে। আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালানো হলে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি হয়।

সংঘর্ষে ছয় সেনা সদস্য প্রাণ হারান এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ২২ জন নিহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

নিহতরা হলেন- সেপাই নিজামুদ্দিন, নাইব সুবেদার মোহাম্মদ খালিক, হাবিলদার জাদিদ আলি ও ল্যান্স নায়েক শহীদুর রহমান, সিফাতউল্লাহ , উইলায়াত হুসেইন।
 
ত্যাংক জেলার গুল ইমাম এলাকায় সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে নয় ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে। ওই অভিযানে আরও ছয়জন আহত হয়েছে।
 
এছাড়া উত্তর ওয়াজিরিস্তান জেলায় অন্য একটি অভিযানে ১০ জন ‘সন্ত্রাসী’কে সফলভাবে নির্মূল করা হয়েছে বলে জানায় আইএসপিআর। ‘সন্ত্রাসী’দের অবশিষ্ট উপস্থিতি নির্মূল করতে এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
 

 

রাজু

×