ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

কিম কার্ডাশিয়ানের গলায় ডায়ানার ‘ক্রস নেকলেস’

প্রকাশিত: ১৫:১৭, ৫ নভেম্বর ২০২৪

কিম কার্ডাশিয়ানের গলায় ডায়ানার ‘ক্রস নেকলেস’

প্রিন্সেস ডায়ানা ও কিম কার্ডাশিয়ান ফাইল ছবি: এএফপি ও রয়টার্স

ফ্যাশন–দুনিয়ার বিখ্যাত সব পোশাক-গয়না পরে নানা অনুষ্ঠানে হাজির হওয়া কিম কার্ডাশিয়ানের জন্য নতুন নয়। সাম্প্রতিক বছরগুলোয় তিনি মেরিলিন মনরো, জ্যানেট জ্যাকসন এবং জ্যাকি কেনেডির পোশাক পরেছেন।

খ্যাতিমান সব ব্যক্তিদের ব্যবহৃত জাদুঘরে রাখার যোগ্য অমূল্য অনেক জিনিসপত্র কার্ডাশিয়ানের সংগ্রহে রয়েছে। যেমন: এলিজাবেথ টেইলরের হীরা ও জেড পাথর দিয়ে তৈরি ব্রেসলেট। ২০২২ সালে তিনি মাইকেল জ্যাকসনের সাদা রঙের একটি ফেডোরা (হ্যাট) কেনেন। ‘স্মুথ ক্রিমিনাল’ মিউজিক ভিডিও তৈরির সময় মাইকেল জ্যাকসন ওই হ্যাটটি পরেছিলেন।

এবার প্রয়াত প্রিন্সেস ডায়ানার পরা একটি বিখ্যাত নেকলেস পরে এক অনুষ্ঠানে হাজির হয়েছেন কার্ডাশিয়ান। গত শনিবার লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে ক্রস পেনডেন্টটি পরে আসেন মার্কিন এই তারকা। ২০২৩ সালের জানুয়ারিতে লন্ডনে একটি নিলাম হাউস থেকে নিলামে ওই পেনডেন্টটি প্রায় ২ লাখ ১২ হাজার ডলারে কেনেন কার্ডাশিয়ান।

‘দ্য আত্তাল্লাহ ক্রস’ নামে পরিচিত নেকলেসটি ডায়ানার খুবই প্রিয় ছিল। ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর পর প্রথম কেউ নেকলেসটি পরে জনসম্মুখে এলেন।

ব্রিটিশ অলংকার নির্মাতা কোম্পানি ‘জারার্ড’ ১৯২০ সালে তৈরি করে ‘দ্য আত্তাল্লাহ ক্রস’। এই নেকলেস তৈরি করা হয়েছিল মূল্যবান পাথর নীলা ও হীরা দিয়ে। নেকলেসটিতে প্রায় ৫ দশমিক ২৫ ক্যারেট হীরা আছে বলে ধারণা করা হয়।

আশির দশকে বেশ কয়েকবার প্রিন্সেস ডায়ানা নেকলেসটি পরেছিলেন। তবে তিনি এই নেকলেসের আসল মালিক ছিলেন না। আসল মালিক ছিলেন ফিলিস্তিনি ব্যবসায়ী নাইম আত্তাল্লাহ। আশির দশকে ব্রিটিশ অলংকার নির্মাতা কোম্পানি জারার্ডের কাছ থেকে নেকলেসটি কিনে নেন নাইম আত্তাল্লাহ।

নাইম আত্তাল্লাহ ছিলেন ব্রিটিশ বিলাসপণ্য নির্মাতা কোম্পানি ‘এসপ্রে’র প্রধান নির্বাহী। এ ছাড়া ‘দ্য ওম্যানস প্রেস’ নামের ব্রিটিশ প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতাও তিনি। সে সুবাদে প্রিন্সেস ডায়ানার সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। আর সে সুসম্পর্কের খাতিরেই নেকলেসটি পরেন প্রিন্সেস ডায়ানা। তাঁকে বেশ কয়েকবার এই নেকলেস ধার দেন আত্তাল্লাহ।

ইসরাত

×