ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

সোনাপ্রেমীদের জন্য সুখবর,  কমলো সোনা-রুপোর দাম!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:২১, ২ নভেম্বর ২০২৪

সোনাপ্রেমীদের জন্য সুখবর,  কমলো সোনা-রুপোর দাম!

সোনা

ধনতেরস, দিওয়ালির মিটতেই এক লাফে অনেকখানি কমল সোনার দাম। পাকা সোনা এবং গয়না সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় এক হাজার টাকা কমেছে। রুপোর দামও প্রতি কেজিতে প্রায় তিন হাজার টাকা কমেছে। এর জেরে কিছুটা স্বস্তি ফিরেছে মধ্যবিত্তের মনে। বিশেষ করে আগামী দিনে যাঁদের পরিবারে বিয়ের অনুষ্ঠান রয়েছে, দাম কমায় তাঁরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। অন্য দিকে দাম কমায় বিক্রি বাড়বে বলে আশা স্বর্ণ ব্যবসায়ীদের একাংশের।

 বাজারে গেলেই এই দরে সোনা কিনতে পারবেন না আপনি। কারণ সোনার এই দরের সঙ্গে যোগ হয় জিএসটি এবং মেকিং চার্জ। তা যোগ করলে এই দাম আরও কিছুটা বাড়বে। সেই দামেই সোনা কিনতে হয় সাধারণ মানুষকে।

শনিবার সোনার দাম প্রায় এক হাজার টাকা কমলেও, আগামী সপ্তাহে যে তা আরও কমবে এমন নিশ্চয়তা নেই। আগামী সপ্তাহে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। যার প্রভাব শেয়ার বাজারের পাশাপাশি সোনার দামেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
 

শহিদ

×