.
যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক নজরদারি ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে ৩ কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক ড্রোন ধ্বংস হওয়ার সর্বশেষ ঘটনা এটি। এর আগে চলতি বছরের এপ্রিলে এ ধরনের ড্রোন ধ্বংস করে হুতিরা।
সোমবার সকালে হুতিরা জানিয়েছে, তাদের দেশের ওপর দিয়ে উড়ন্ত একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। বিদ্রোহী গোষ্ঠটি বলেছে, শনিবার রাতে হুতি নিয়ন্ত্রত এলাকায় মার্কিন বিমান হামলার জবাব দিয়েছে তারা। হুতিদের এ দাবির বিষয়ে কোনো মন্তব্য করেন মার্কিন সামরিক বাহিনী।
অন্যদিকে হুতিরাও তাদের দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও প্রকাশ করেনি। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকে হুতিরা কয়েকবার মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরাইল ও তার পশ্চিমা মিত্র দেশগুলোর সঙ্গে সম্পৃক্ত জাহাজে হামলা শুরু করে হুতি বিদ্রোহীরা। Ñআরব নিউজ