ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

পাল্টাপাল্টি দোষারোপ ইউক্রেন-রাশিয়ার

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১২ আগস্ট ২০২৪

পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আগুন

জাপোরিজিয়া বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরার পর ধোঁয়া উড়তে থাকে

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকা-ের ঘটনায় পরস্পরকে দোষারোপ করছে কিয়েভ ও মস্কো। সোমবার এই বিদ্যুৎকেন্দ্রের কুলিং টাওয়ারে আগুন লাগে। অগ্নিকা-ের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনী আগুন দিয়েছে।

এই অভিযোগ অস্বীকার করে ক্রেমলিন নিযুক্ত জাপোরিজিয়ার গভর্নর ইয়েভগেনি বালিতস্কি বলেছেন, ইউক্রেনীয়দের বোমাবর্ষণে এ দুর্ঘটনা ঘটেছে। ইউরোপের বৃহত্তম এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি জাপোরিজিয়া শহরে অবস্থিত। ইউক্রেনের এই অঞ্চল দুই বছরের বেশি সময় ধরে রাশিয়ার দখলে রয়েছে। খবর বিবিসি ও এএফপির।
এদিকে ইউক্রেনের সামরিক অভিযান মোকাবিলায় সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আরও সেনা পাঠিয়েছে রাশিয়া। ওই অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে প্রচ- লড়াই চলছে। এই লড়াইয়ে এখন পর্যন্ত ইউক্রেনের এক হাজার ৩০০-র বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো।

ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ৩০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে বলে জানিয়েছে মস্কো। প্রায় সপ্তাহখানেক আগে রাশিয়ার কুরস্ক শহরে প্রবেশ করে ইউক্রেনীয় সেনারা। সীমান্তবর্তী এ অঞ্চলটিতে ট্যাঙ্কসহ অন্যান্য ভারি অস্ত্র নিয়ে প্রবেশ করে তারা। ইউক্রেনের এক কর্মকর্তা বলেছেন, রাশিয়ায় ঢুকেছে তাদের কয়েক হাজার সেনা। 
এ হামলার লক্ষ্য হলো রাশিয়াকে অস্থিতিশীল করা এবং তাদের দুর্বলতা প্রকাশ করা। ছয়দিন আগে ইউক্রেন হামলা চালালেও সোমবার রাশিয়া এটি স্বীকার করেছে। 
দেশটি জানিয়েছে, সীমান্ত থেকে ৩০ কিলোমিটার ভেতরের অঞ্চলে ইউক্রেনের সেনাদের অস্ত্র ও অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, সোমবার স্থাপনাটি থেকে গাঢ় কালো ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। তবে কোনো পরমাণু নিরপত্তা ঝুঁকির কথা জানা যায়নি বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জাপোরিজিয়ার রুশপন্থি গভর্নর বলেছেন, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় ইউক্রেন সেনাদের বোমাবর্ষণকে দায়ী করেন তিনি। তবে তেজস্ক্রিয় রশ্মির বিকিরণ হচ্ছে না বলে তিনিও নিশ্চিত করেন। তেজস্ক্রিয়তার ঝুঁকি না থাকার কথা জেলেনস্কি নিজেও নিশ্চিত করেছেন।

×