ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

টেলিগ্রাফের প্রতিবেদন

ইরানি এজেন্ট দিয়ে হানিয়াকে হত্যা করে মোসাদ

প্রকাশিত: ২১:৪৬, ৩ আগস্ট ২০২৪

ইরানি এজেন্ট দিয়ে হানিয়াকে হত্যা করে মোসাদ

ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করতে ইরানের নিরাপত্তা বাহিনীর দুইজন এজেন্টকে নিয়োগ দেয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার শেষকৃত্যে অংশ নিতে ওই মাসে হানিয়া যখন ইরানে যান, তখনই হত্যার পরিকল্পনা করা হয় তাকে। তবে ভিড় থাকায় তখন সেই পরিকল্পনা ভেস্তে যায়। ইরানের দুইজন কর্মকর্তা এক সাক্ষাৎকারে দ্য টেলিগ্রাফকে জানায়, প্রথমবার হানিয়াকে হত্যার পরিকল্পনা ভেস্তে গেলে তা পরিবর্তন করা হয়। 
দ্বিতীয়বারের পরিকল্পনায় ইরানি নিরাপত্তা বাহিনীর দুই এজেন্ট মোসাদের নির্দেশনা অনুযায়ী, ইসলামী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) গেস্ট হাউসের একাধিক কক্ষে বোমা পেতে রাখেন। হানিয়া ওই রুমেই উঠতে পারেন বলে তাদের ধারণা ছিল। সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, ওই এজেন্টরা গেস্ট হাউসটিতে গোপনে চলাচল করছিলেন।
তাদের কয়েক মিনিটের মধ্যে একাধিক কক্ষে প্রবেশ করতে দেখা যায়। বোমাগুলো পেতে রাখার পর ওই এজেন্টগুলো ইরান থেকে পালিয়ে যান। তবে তারা তেহরানের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। পরে গত ৩১ জুলাই ভোরের দিকে হানিয়ার রুমের বোমাগুলো বিস্ফোরিত হয়।

×