ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

মুখরিত আমেরিকার রাজপথ, নাচে-গানে বর্ষবরণ

রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক) থেকে

প্রকাশিত: ২১:০৮, ১৯ এপ্রিল ২০২৪

মুখরিত আমেরিকার রাজপথ, নাচে-গানে বর্ষবরণ

পহেলা বৈশাখের অনুষ্ঠান।

আনন্দ ঘন পরিবেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেইটের অন্যতম প্রধান আকর্ষনীয় পর্যটক এলাকা হিসেবে পরিচিত টাইম স্কয়ার, জেকসন হাইটাস, ব্রন্কস, কুইন্স ও জামাইকা সহ নানা সিটি এমন কী মিশিগান স্টেইটের নানান সিটিতে উদযাপিত হলো বাঙালীদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ 'বাংলা বর্ষবরণ'-১৪৩১। 'সহস্র কণ্ঠে বিশ্ব বাঙালি' এমন শ্লোগান নিয়ে বাংলাদেশের আবহাওমান সংস্কৃতির ঐতিহ্য দেশাত্মবোধক সহ নানা গান, নৃত্য, আবৃত্তি এবং একক অভিনয়, নাটিকা ও যাত্রা পালা মঞ্চস্থের মাধ্যমে গত ১৩ ও ১৪ এপ্রিল ওইসব স্থানে অনুষ্ঠিত জমকালো আয়োজনে পহেলা বৈশাখকে প্রাণের ছোয়ায় স্বাগত জানানো হয়। এতে প্রবাসী বাংলাদেশি নর-নারীরা নানান সুস্বাদু খাবারের স্টল দিয়ে হাজার হাজার ডলার আয় করে আনন্দে আত্মহারা হয়ে উঠেন। এ সময় হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সহ ভিনদেশীয় সংস্কৃতিমনা নারী-পুরুষের সমাগম ঘটে। ফলে সংশ্লিষ্ট অনুষ্ঠান স্থল গুলো হয়ে উঠে প্রাণবন্ত এবং উচ্ছাসে মেতে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমেরিকা সহ বিশ্বের সর্বত্র তুলে ধরে এক অনন্য ইতিহাসের জন্ম দেয় কণ্ঠ শিল্পী,হাজারো থেকে লাখো দর্শকের সমুদ্র। সংশ্লিষ্ট আয়োজকরা জনকণ্ঠের এই প্রতিনিধিকে জানিয়েছেন, এবারের আয়োজন মাতৃভূমি বাংলাদেশের সংস্কৃতির ঐতিহ্যকে বিশ্ব দরবারে আরো সুপরিচিত ও প্রতিষ্ঠিত শুধু করেই নি বরং আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিতও করেছে। আগামীতেও এমনি ভাবে আরো নতুন মাত্রায় বর্ষবরণ উদযাপন করা হবে।

এসআর

×