ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

পানামা ভিজিট ভিসার আবেদন করতে যা লাগবে 

প্রকাশিত: ২৩:০৩, ১৫ এপ্রিল ২০২৪

পানামা ভিজিট ভিসার আবেদন করতে যা লাগবে 

পানামার ভিসা। 

পানামা উত্তর এবং দক্ষিণ আমেরিকার মধ্যে সুবিধাজনক অবস্থানের কারণে ‘আমেরিকার ক্রসরোডস’ নামে পরিচিত। দেশের নামের আদিবাসী অর্থ, "প্রচুর পরিমাণে মাছ", পানামার উৎস এবং ইকো-পর্যটকদের জন্য একইভাবে পানামার স্বর্গ হিসাবে পানামার খ্যাতি প্রতিফলিত করে। আপনি যদি নাচতে পছন্দ করেন, তবে আপনি পানামায় থাকাকালীন জাতির অন্যতম বিখ্যাত নৃত্য সালসা শিখতে পারবেন। 

আপনি যখন কোনও এক ছুটির প্যাকেজ ডিলের পানামায় যাচ্ছেন, তখন আপনাকে পানামা খালে যেতে হবে।পানামা সুন্দর সৈকতে পূর্ণ। এ অঞ্চলে এটির মধ্যে কয়েকটি সেরা রিফ রয়েছে, যা ডাইভিং এবং স্নোরকেলিংয়ের জন্য এটি দুর্দান্ত জায়গা করে তোলে।

পানামার ভিজিট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র-

১. পাসপোর্ট।
২. দুটি আবেদন ফর্ম অবশ্যই বৈধ তথ্য সহ পূরণ করতে হবে।
৩. ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং, রিটার্ন সহ এয়ার টিকেট বুকিং, স্বাস্থ্য বীমা।
৪. চাকরি করলে চাকরির নিয়োগপত্র, সেলারি স্টেটমেন্ট। ব্যাবসা করলে লাইসেন্স কপি।
৫. আয়কর রিটার্ন সার্টিফিকেট। 
৬. কাভার লেটার, ইটিনারি।
৭. আইডি কার্ডের কপি।

এম হাসান

×