ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার পেল ক্ষতিপূরণ

প্রকাশিত: ১৮:১৭, ৯ ডিসেম্বর ২০২৩

মালয়েশিয়ায় নিহত ৩ বাংলাদেশির পরিবার পেল ক্ষতিপূরণ

পেনাংয়ে ভবন ধস

মালয়েশিয়ার পেনাংয়ে ভবন ধসে নিহত তিন বাংলাদেশির পরিবার ক্ষতিপূরণ পেয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র বলছে, নিহতদের প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৬ লাখ ২০ হাজার টাকা করে দিয়েছে মালয়েশিয়ান কোম্পানিটি।

ক্ষতিপূরণ পাওয়া নিহতরা হলেন– বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী।

এদিকে, নিহতদের মরদেহ শিগগিরই দেশে পাঠাতে সব কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এস এম জাহিদুর রহমান।

২৮ নভেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে পেনাংয়ে নির্মাণাধীন ভবনের পিলার ধসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন দুই বাংলাদেশি। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন।

এ ঘটনায় মারাত্মক আহত হন আরও দুই বাংলাদেশি। ১৮ জন বাংলাদেশি নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন সেখানে।

 

এবি

×